বদলে যেতে চলেছে মালদহ টাউন স্টেশন ।
কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে
রাতারাতি বদলে যাবে মালদহ টাউন স্টেশনের সম্পূর্ণ চিত্র।
শুরু হতে চলেছে অত্যাধুনিক পরিসেবা।
অপেক্ষা কক্ষ থেকে শুরু করে বয়স্কদের জন্য চলমান সিঁড়ি
আধুনিক ডিসপ্লে থেকে একাধিক পুরনো ভবন ভেঙে তৈরি হচ্ছে নতুন ভবন।
থাকছে ফ্রিতে ওয়াইফাই
অপেক্ষা আর মাত্র কিছুদিনের।
প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প অমৃত ভারতের অধীনে ইতিমধ্যেই ভারতীয় রেল আকাশচুম্বী উন্নতি করেছে। ভারতবর্ষে অন্যতম শিরদাঁড়া রেলকে শক্তিশালী করতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে যার অন্যতম দৃষ্টান্ত বন্দে ভারত এক্সপ্রেস। এছাড়াও একাধিক রেলস্টেশনকে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে গড়ে তোলা হচ্ছে যা টেক্কা দিচ্ছে বিদেশ কেও।
এবার আপনার চেনা মালদা টাউন স্টেশনে বদলে যেতে চলেছে সম্পূর্ণ। আধুনিকরণ করা হচ্ছে মালদা টাউন স্টেশনের।শুরু হয়ে গিয়েছে সেই আধুনিকরণের কাজ। অত্যাধুনিক পরিষেবার পাশাপাশি যাত্রীদের আরও আরাম প্রদান করতে থাকছে একাধিক ব্যবস্থা। স্টেশনের এক প্লাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাতায়াতের জন্য আধুনিক ফুট ব্রিজ তৈরির কাজ শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার জন্য চলমান সিঁড়ি লিফট বসানো হচ্ছে একাধিক প্ল্যাটফর্মে। সমস্ত প্ল্যাটফর্মে থাকবে আধুনিক ডিসপ্লে। যেখান থেকে যাত্রীরা বিভিন্ন ট্রেনের যাতায়াত গতিবিধি সম্পর্কে জানতে পারবেন।
0;00-0! 54 -2:14
তবে আপনি জানলে অবাক হবেন শুধুমাত্র মালদা টাউন স্টেশনে পরিকাঠামো উন্নয়ন ও আধুনিক অত্যাধুনিক পরিকাঠামো তৈরির জন্য প্রায় ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে হচ্ছে পুরো প্রজেক্ট প্রজেক্ট হেড জানান
এই প্রকল্পের লক্ষ্য হল রেলওয়ে স্টেশনগুলির মাস্টার প্ল্যান তৈরি করা এবং পর্যায়ক্রমে মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা। দেশের জনগণের কথা ভেবেই দ্রুতগতিতে চলছে স্পেশাল নির্মাণের কাজ। তবে উল্লেখিত সুবিধা ছাড়াও থাকছে একাধিক নজর কারা সুযোগ সুবিধা যাকে বলে এবং কেবলমাত্র সাধারণ মানুষের জন্যই থাকছে যাত্রীদের সুবিধার জন্য আধুনিক শৌচালয় থেকে সমস্ত রকম পরিসেবা দেওয়ার পরিকল্পনা হয়েছে। যাত্রীদের ভিড় সামাল দিতে মালদহ টাউন স্টেশনে প্রায় ১২ মিটার চওড়া ফুড ব্রিজ তৈরি করা হচ্ছে। মালদা টাউন স্টেশন চত্বরে থাকবে ফ্রি ওয়াইফাই। যাত্রীরা ট্রেনের জন্য অপেক্ষা করার সময় এই ওয়াইফাই ব্যবহার করতে পারবেন বিনামূল্যে।
0;00-1;01-2;54
প্রথম ধাপে বেশ কিছু কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। রেলের পক্ষ থেকে জোরকদমে চলছে বিভিন্ন কাজ। মালদহ রেল ডিভিশন সূত্রে জানা গিয়েছে, আগামী নয় মাসের মধ্যে মালদা টাউন স্টেশনের সমস্ত কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সমস্ত পরিষেবা আধুনিকিকরণ হলে অনেকটাই লাভবান হবেন রেল যাত্রীরা।
Leave a Reply