প্রচার করতে গিয়ে মৃত্যুর সিপিএম কর্মীর।
প্রচার করে ফেরার পথে হাইওয়েতে সজোরে গাড়ির ধাক্কা।
প্রচার করতে গিয়েই ঘটলো বড় বিপত্তি।
হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু।
বামেদের বড় ধাক্কা।
শোকের ছায়া এলাকায়।
পঞ্চায়েত নির্বাচনের প্রচার করতে গিয়েই প্রাণ হারালেন সিপিএম কর্মী ।নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে বড়সড়-বিপত্তি, জলপাইগুড়ি র ধুপগুড়ি তে বাইক চালিয়ে ফিরছিলেন সিপিএম নেতা কানু রায় ।হাইওয়েতে দাঁড়াতেই পিছন দিকে দ্রুত গতিতে এসে এক চার চাকা ধাক্কা মারে বাইকে ।ঘটনাস্থলে মৃত্যু হয় সিপিএম নেতার। এছাড়াও গুরুতর আহত আরো দুই কর্মী।
Byte
ঘটনাচক্রে জানা যায় সারা ভারত কৃষক সভার রানাঘাট ব্লক কমিটির সম্পাদক এবং সিপিএম এরিয়া কমিটির সদস্য ছিলেন কানু রায় । এদিন পঞ্চায়েত নির্বাচনের প্রচার সেরে এশিয়ান হাইওয়ে ৪৮ দিয়ে বাইকে চেপে ফিরছিলেন ওই সিপিএম নেতা। । সেই সময়েই উল্টোদিক থেকে দ্রুত গতিতে একটি চার চাকার গাড়ি আসে। ঘাতক গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকের লেনে ঢুকে ধাক্কা মারে সিপিএম নেতার বাইকে। বাইকে অমিত রায় নামে আরও এক সিপিএম কর্মী ছিলেন। কানু রায় ও অমিত রায় উভয়েই ছিটকে পড়ে যান বাইক থেকে। ঘাতক গাড়িটিতে সেই সময় চালক-সহ দুইজন ছিলেন। তাদেরও অল্পবিস্তর চোট লাগে। ঘাতক গাড়িটিতে অসমের নম্বর প্লেট ছিল। আজ গাড়িটি ধূপগুড়ির দিক থেকে অসমের দিকে যাচ্ছিল। সেই সময়েই এই দুর্ঘটনা ঘটে যায়।
byte0;39+0;56
ঘটনার পর সত্তর হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের কিন্তু ততক্ষণে মৃত্যু হয় ওই সিপিএম নেতার। । এদিকে ওই দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও দমকলের কর্মীরা। মর্মান্তিক এই পথ দুর্ঘটনার পর এলাকার সাধারণ মানুষজনের মধ্যেই অসন্তোষ দেখা দেয়। স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে যায় এশিয়ান হাইওয়ে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।
Leave a Reply