পুকুর সংস্কার নিয়েও দুর্নীতি।
বিদ্যালয় প্রাঙ্গণের পুকুর সংস্কারের টাকা নিয়ে নয় ছয়।
সংস্কারের অভাবে পুকুর এখন ময়লার স্তুপ।
২০২১ সালে পাওয়া টাকা কোথায় গেল?
বরাদ্দ হওয়ার নয় লক্ষ টাকার কোন হিসাব নেই
পুকুরের অবস্থা দেখলে কান্না পাবে আপনার।
ঝাড়গ্রাম জেলার গোপীবল্লবপুর ২ নম্বর ব্লকের রামচন্দ্রপুর হাই স্কুল ,। তার পাশেই দীর্ঘদিন ধরে রয়েছে স্কুল সংলগ্ন পুকুর।তবে আজ সে পুকুরে জল কম, নোংরা বেশি। প্লাস্টিক জাত ময়লা জমে জমে পুকুর ধারণ করেছে অন্য রুপ।নোংরা জমে আজ তা প্রায় ব্যবহারে অযোগ্য ।২০২১ সালে সেই পুকুর সংস্কারের জন্যই সরকার থেকে অর্থ বরাদ্দ করা হয়। দেখা যায় বরাদ্দ হওয়া অর্থ বিদ্যালয় এসেছে। তার পর কেটে গেছে প্রায় দু বছর। অথচ পুকুর পড়ে রয়েছে যে কে সেই ।তখনই প্রশ্ন উঠছে তবে সংস্কারের জন্য পাঠানো টাকা গেল কোথায়?
Byte0;00-0;17 neel
দীর্ঘদিন ধরে পুকুর সংস্কারের বোর্ড লাগানো হলেও এখনো পর্যন্ত কেন কাজ শুরু হলো না? এ প্রশ্নের উত্তর কে দেবে ? টাকার হিসেব পেতে স্থানীয় বাসিন্দারা যায় রামচন্দ্রপুর স্কুলের প্রধান শিক্ষক তপন কুমার দের কাছে। তিনি বলেন তিনি কিছুই জানেন না । পুকুর সংস্কারের জন্য বিডিও অফিস থেকে বা অঞ্চল অফিস থেকে কোন চিঠিপত্র বা ফোন আসেনি।’ স্কুলে দেখা যায় দুটো বোর্ড পড়ে আছে কে বা কারা দিয়ে গেছে কিছুই জানা নেই
Byte0;12-0;38 sir
বিদ্যালয় প্রধান শিক্ষকের এহেন ও দায়সারা কথা মোটেই স্বাভাবিকভাবে দেখছে না এলাকার মানুষ। বিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয় অথচ জানেই না প্রধান শিক্ষক।
স্থানীয় বাসিন্দাদের দাবি কর্তৃপক্ষকে জানাবেন তারা। জানতে হবে কোথায় গেল এত টাকা ?তবে কি পুকুর সংস্কারও হচ্ছে দুর্নীতি! !
0;46+1;07 lal sada
Leave a Reply