ভোটের প্রচারে সিপিএমের তুলি দিয়েই দেওয়াল লিখন করলেন ভারতী ঘোষ
একই সাথে একই সময় ভোট প্রচারে সিপিএম এবং বিজেপি
কাস্তে হাতুড়ির পাশেই পদ্মফুল
পঞ্চায়েত ভোটেও কি তবে রাম বাম জোট!
বিজেপির প্রচারে গিয়ে বিতর্কে ভারতী ঘোষ
পঞ্চ নির্বাচনের আগে বিজেপি প্রার্থীর হয়ে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের কর্মীজন সংলগ্ন এলাকাতে বিজেপি নেত্রী ভারতী ঘোষ বেরিয়েছিলেন প্রচারে। ওই এলাকার সংলগ্ন এলাকায় ঘুরতে ঘুরতে প্রচারে বেরিয়ে দেখেন চলছে সিপিআইএমের কর্মীদের দেওয়া লিখন।এরপর তিনি এগিয়ে গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের কাছ থেকেই রং তুলি নিয়ে সিপিআইএমের প্রতীকের পাশেই আঁকেন পদ্ম। এক দেয়ালে পাশাপাশি বাম এবং বিজেপির প্রতীক!
এই ঘটনার পরেই কার্যত শুরু হয়েছে নতুন বিতর্ক। সিপিএম এবং বিজেপির পাশাপাশি প্রতীক চিহ্ন আঁকবার পরই তৃণমূলের দাবি বিজেপি এবং সিপিএম একসঙ্গে কাজ করছে এ তো জানা কথা। তা আবারো প্রকআশ্যে এল তৃণমূলের জেলা কো-অর্ডিনেটের অজিত মাইতি বলেন-”
Byte0;09-0;38 holud
তবে ক্রমশই বিতর্কে যখন ঘি দিচ্ছে তৃণমূল । তখন জানিয়ে রাখা ভালো বুধবার কলিমপুরের বিভিন্ন স্থানে প্রচারে বেরিয়ে ভারতী ঘোষ মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিজেপিকে জয়যুক্ত করতেই বলেন। একথা জানতো তৃনমূল। তবে তৃনমূলের দাবি শুধুমাত্র মানুষকে টুপি পরানো এসব। আদতে বাম এবং বিজেপি একসাথে জোট বাঁধছে।
প্রসঙ্গত গত লোকসভা নির্বাচনে হারবার পরও ঘাটালের বিভিন্ন অংশে বিধানসভায় এবং সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীর প্রচারে বেরিয়েছেন ভারতী ঘোষ। সেই প্রচারে বেরিয়ে এবার তিনি পড়লেন বিতর্কের মুখে। রাজ্যের একাধিক প্রান্তে যখন প্রচারের সময় পর্যন্ত দল বদলির ঘটনা দেখা যাচ্ছে ঠিক তখনই ভারতী ঘোষের সিপিএমের তুলি দিয়ে দেওয়াল অংকন কার্যত বিতর্ক সৃষ্টি করেছে বৈকি। এই প্রসঙ্গে ভারতী ঘোষ জানান
Byte0;00-0;25 bharati
সিপিআইএমের কর্মী লিয়াকত আলী বলেন-”
Byte 1;46-1;58 neel
Leave a Reply