তৃণমূল প্রার্থীর হয়ে ভোট চাইতে যাচ্ছে কংগ্রেস প্রার্থী
“আমায় নয়, তৃণমূল প্রার্থীকে ভোট দিন
চাইনা ভোট ভাগাভাগি হোক”
পঞ্চায়েতের ভোট প্রচারে তৃণমূল কংগ্রেস একসাথে
ভোটের আগেই হাত তুলে সারেন্ডার কংগ্রেস প্রার্থীর
আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলি প্রচার শুরু করেছে। দেওয়াল লিখন থেকে শুরু করে মানুষের দরজায় দরজায় পৌঁছে যাচ্ছে রাজনৈতিক দলগুলি। হাত জোর করে ভোট চাওয়া ,বদলে দেয়া হচ্ছে প্রতিশ্রুতি । যার ফলে অনিচ্ছাকৃত বারংবার গৃহস্থের দরজা খুলতে হচ্ছে । সামনে এসে দাঁড়াচ্ছে রাজনৈতিক মুখরা ,এ তো প্রত্যেক ভোটেই হয়ে থাকে । তবে আসন্ন পঞ্চায়েত নির্বাচন সত্যিই অদ্ভুত। দরজা খুলে দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেস একসাথে এসেছেন ভোট চাইতে। তাও কংগ্রেস চাইছে তৃণমূল পাক ভোট।বসিরহাট মহকুমার বসিরহাট ২নং ব্লকের কচুয়া গ্রাম পঞ্চায়েতের ৬০ নম্বর বুথের তৃণমূলের গ্রামসভার প্রার্থী মহম্মদ আবু হানিফা ও পঞ্চায়েত সমিতির তৃণমূলের প্রার্থী বুলবুল ইসলাম। তাদের সমর্থনে ভোট প্রচারে নামলেন কংগ্রেসের গ্রাম সভার প্রার্থী তাইজুল ইসলাম।
Byte0;00-0;23dari
এদিন কচুয়া বাজার থেকে টাকি রোডে মিছিল করে দুই তৃণমূল প্রার্থীকে সঙ্গে নিয়ে কংগ্রেস প্রার্থী একদিকে পথ চলতি মানুষ অন্যদিকে গ্রামে গ্রামে গিয়ে গ্রামবাসীদের কাছে উন্নয়নের ভোট চাlন।
তবে নিজের দলের প্রচর ছেড়ে অন্যদলের প্রচার করছেন কেন তিনি ?প্রশ্ন তোলে জনগন। ।তখনই কংগ্রেস প্রার্থী তাইজুল ইসলাম বলেন, ”
Byte:0;51_1;16 dari
পঞ্চায়েত সমিতির তৃণমূলের প্রার্থী বুলবুল ইসলাম
বলেন, “আমরা জেতার ব্যাপারে ১০০% আশাবাদী। যেভাবে উন্নয়ন হয়েছে, গ্রামের প্রতিটা মানুষের ঘরে সরকারি প্রকল্প যেভাবে পৌঁছেছে, ।তবে এই নিশ্চয়তার পিছনে কংগ্রেসের সমর্থন যে অনেকখানি কাজ করেছে এমনটা মনে করে বিরোধী দলেরা।
Byte
Byte12-0;41 tmc
কংগ্রেস প্রার্থীর এহেন প্রচারে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তাহলে কি পঞ্চায়েত নির্বাচনের আগেই বিরোধী শক্তি দুর্বল হচ্ছে? ভোটের আগেই ময়দান ছেড়ে পালাচ্ছে তারা? বিরোধীশূন্য্য লড়াই এর আগে।
Leave a Reply