Poribar

পরিবারের অন্দরে রাজনীতি।

পঞ্চায়েত ভোটে ফের জা জা প্রতিদ্বন্দ্বী।

একজন শাসক দল তো অন্যজন বহু জন সমাজ পার্টি।

পঞ্চায়েত ভোটে

লক্ষ্য এক অথচ পদ্ধতি আলাদা

দুই জায়ের মধ্যেই ঝামেলা

 

 

 

আসন্ন পঞ্চায়েত পঞ্চায়েত নির্বাচনে ইতিমধ্যেই প্রার্থী দিয়েছে রাজনৈতিক দলগুলি। আর সেই তালিকা বেরোতেই দেখা যাচ্ছে একই পরিবার থেকে প্রার্থী হয়েছে একাধিক অর্থাৎ যদি একজন তৃণমূলে তো অন্যজন দাঁড়িয়েছেন বিজেপিতে। বা অন্য কোন রাজনৈতিক প্রতীক চিহ্নের হয়ে । কখনো শাশুড়ি বৌমা কখনো ভাই ভাই। আবার কখনো জা জা।দুই ভাইয়ের বউয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা মালদহের গাজোল -১ গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর বুথ।এই বুথে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করছেন শীলা মন্ডল। অপরদিকে বহু জন সমাজ পার্টির হয়ে লড়াইয়ে রয়েছেন জয়শ্রী মন্ডল। দুই জা বাড়ির কাজ সামলে ভোটের ময়দানে একে অপরের প্রতিদ্বন্দ্বিতায় জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছে।

 

 

 

 

দুজনরেই লক্ষ্য এলাকার উন্নয়ন ,দুজনেই চান সাধারণ মানুষের উন্নতি সাধন, দুজনেই চান সমাজের জন্য কিছু করতে । তাদের বিশ্বাস নিজের নিজের দলই পারবে তা করতে তাই একই পরিবারের দুজন সদস্য হওয়া সত্বেও দাঁড়িয়েছেন ভিন্ন ভিন্ন দল থেকে।

 

তবে ভোটের ময়দানে লড়াই হলেও পরিবারে তার লেশমাত্র নেই বলে জানিয়েছেন দুই গৃহবধূ। । ভোটের ফলাফল যাই হোক না কেন বর্তমানে তাদের যে সম্পর্ক রয়েছে, আগামী দিনে সেই সম্পর্ক বজায় থাকবে বলে জানিয়েছেন তারা। এমনি দুই জনেই মধ্যে যেই জয়লাভ করুক লক্ষ একটাই গ্রামের উন্নয়ন। কারণ এতদিনেও গ্রামে কোন কাজ হয়নি। রাস্তা থেকে পানীয় জল সহ নানান সমস্যা রয়েছে। তাই গ্রামের উন্নয়নের স্বার্থে দুই জা এবার ভোটের ময়দানে প্রতিদ্বন্দ্বিতায়।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *