Jol

বর্ষা জল পড়তেই লাভের মুখ দেখল মৎস্যজীবীরা

দিঘার মৎস্যজীবীদের পৌষ মাস

লক্ষাদিক টাকার কই ভোলা উঠল একবারে

দিঘার ভরা বর্ষায় লক্ষী লাভ জেলেদের

মাছের সম্ভার দেখতে দীঘায় উপচে পড়া ভিড়

, লক্ষ টাকা দামের মাছ

দেখতে তো হবেই

 

 

তীব্র তাপপ্রবাহ, চরম গরমে ব্যবসার ক্ষতি হয়েছিল মৎস্যজীবীদের । এক তো চরম গরম তার মধ্যে বর্ষার কোন নাম ও নিশান নেই । এতে বেশ দুশ্চিন্তায় পড়েছিল দীঘার মৎস্যজীবীরা । অবশেষে মুখে হাসি ফুটল তাদের। বর্ষা পড়তেই লক্ষ্মী লাভ মৎস্যজীবীদের। রবিবার লক্ষ টাকার ভোলা মাছ উঠলো মৎস্যজীবীদের জালে, শুধু ভোলা নয় বিশাল আকৃতির শংকর মাছ এদিন ওঠে দিঘার মোহনায়। পুরো ভারতের বৃহত্তম সামুদ্রিক মৎস্য নিলাম কেন্দ্র দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্র। চলতি বছরে এখানেই শুরু হয় মাছ ধরা। তবে মাত্রাতিরিক্ত গরম থাকার জন্য মনের মতো মাছ পাচ্ছিলেন না মৎস্যজীবীরা। তবে বর্ষাকাল পড়তেই ঝিরিঝিরি বৃষ্টি তার সঙ্গে হাওয়া মৎস্যজীবীদের জন্য একেবারে সোনায় সোহাগা আদর্শ আবহাওয়া তৈরি হয় মাছ ধরার । সেই সুবাদেই জালে ওঠে প্রায় লক্ষাধিক টাকার মাছ। পরপর দুদিন দিঘা মোহনায় মৎস্য নিলাম কেন্দ্রে উঠে এলো লক্ষ লক্ষ টাকার তেলিয়া ভোলা কই ভোলা শংকরসহ অন্যান্য সামুদ্রিক মাছ।

Byte

সোমবার কয়েক লক্ষ টাকার তেলিয়া ভোলা মঙ্গলবার কই ভোলা মাছ।আর কি চাই! এই ধরনের মাছ খুবই দামি হয় থাকে। মৎস্য শিকারের মরসুমের শুরুতে লাভের মুখ দেখছে মৎস্যজীবীরা। জানা যাচ্ছে এই ধরনের মাছ বিক্রি করে প্রচুর লাভ হয় মৎস্যজীবীদের কারণ এই মাছ সব থেকে বেশি রপ্তানি হয় বিদেশে। বর্ষার শুরুতেই এই মাছ জালে উঠতেই যথারীতি মুখে হাসিতে ফুটবেই মৎস্যজীবীদের। ।

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *