নির্বাচনের আগেই আত্মসমর্পণ করল বিজেপি।
জানি ভোট দেবেনা মানুষ ।
হেরে ভুত হওয়ার আগে
পালালো বিজেপি প্রার্থী
পালিয়ে সটান
তৃণমূল প্রার্থীর সঙ্গে প্রচার করছেন এই প্রার্থী
পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এত রকম ঘটনা তো দেখলেন ।একাধিক দল বদলি। তৃণমূল থেকে বিজেপি বিজেপি থেকে তৃণমূল । এতো রোজকার ঘটনা। রোজকার এই ঘটনার মাঝেই এক অদ্ভুত চিত্র এবার ধরা পরল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের ৬০ নম্বর জেলা পরিষদের আসনে । এই ব্লকের জেলা পরিষদের পদে দাঁড়ানো বিজেপি প্রার্থী প্রচার করছে তৃণমূল প্রার্থীর সাথে। গ্রামের মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন তিনি তৃণমূলের ঝান্ডা নিয়ে।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ডায়মন্ড হারবারের এই ব্লকে তৃণমূল প্রার্থী যাদবপুর সংগঠনিক জেলা সভানেত্রী মনমোহিনী বিশ্বাস ।অন্যদিকে এই পদে বিরোধী দল বিজেপি থেকে দাঁড়িয়েছে পিংকি হালদার। ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছেন দুজন। এবার পালা প্রচারের। সেই প্রচার করতেই দেখা গেল এক অদ্ভুত চিত্র। সব যখন ঠিক ,যখন বাকি শুধুমাত্র মানুষের কাছে গিয়ে ভোট চাওয়ার। তখনই ডায়মন্ড হার্বারের আবদালপুর গ্রামের ঘোষ চক এলাকার মানুষেরা দরজা খুলতেই দেখছে অদ্ভুত চিত্র। ভোট চাইতে আসার কথা দুই প্রার্থীর আলাদা আলাদা। দরজা খুলেই দেখা যাচ্ছে বিরোধীদলের দুই প্রার্থী এসছেন একই সাথে একই পতাকা নিয়ে
হঠাৎ কি এমন হলো এ ঘটনা ,এ দৃশ্য সত্যি যে কাম্য নয়! বিজেপি পক্ষ থেকে দাঁড়ানো প্রার্থী পিংকি হালদার নিজেই জানালেন তার কারণ.।তিনি বলেন দল বিজেপি থেকে প্রার্থী হওয়ার পর এখনো পর্যন্ত দল থেকে কোনরকম প্রচারই হয়নি আমায় নিয়ে। তাই বুঝে গিয়েছি হেরে যাবো তাই আগেভাগেই তৃণমূলে যোগদান করলাম।
Byte 0:26-0;59
। অন্যদিকে ডায়মন্ড হারবারের ৬০ নম্বর আসনের তৃনমূলের জেলা পরিষদের প্রার্থী মনমোহিনী বিশ্বাস ও সহজেই মেনে নেন বিষয়টি। এরপর দুইজন মিলেই প্রচারে
বেরোন।
1:31-2;03
এই ঘটনা ঘিরেই এখন চরমে রাজনৈতিক তরজা।
পঞ্চায়েত ভোটের আগে আর কত রকম চিত্র দেখবে মানুষ তাই এখন দেখার বিষয়।
ব্যুরো রিপোর্ট বাংলা হান্ট
,
Leave a Reply