5

পাঁচ টাকার বিনিময়ে বাজারে বিকচ্ছে লক্ষীর ভান্ডার ।

মাত্র ৫ টাকা !

এই পাঁচ টাকার বিনিময় পাবেন লক্ষ্মীর ভান্ডার থেকে রুপশ্রী।

পাড়ার দোকানেই মিলছে এবার পরিষেবা।

দুয়ারে সরকারের পর

এবার দোকানে সরকার

পঞ্চায়েত ভোটের আগে নতুন উদ্যোগ।

প্রকল্প পাবেন দোকানে গিয়ে।

 

 

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্পের মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী । এছাড়াও একাধিক প্রকল্প মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে সরকার শুরু করেছিল দুয়ারে সরকার। যে উদ্যোগ ইতিমধ্যেই বিপুল পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে। তবে সেই পাওয়ার রয়েছে একাধিক নিয়ম। যথাযথ নির্দেশিকা মেনে আবেদন জানানোর পর তবেই পাওয়া যায় প্রকল্প। তবে অবাক করার মত বিষয় কি জানেন? এবার থেকে মাত্র পাঁচ টাকার বিনিময়ে পাওয়া যাবে এই সমস্ত সরকারি প্রকল্প। কি চান আপনি? লক্ষীর ভান্ডার রূপশ্রী যা চাইবেন তাই পাবেন মাত্র ৫ টাকার বিনিময়।

 

পাড়ার মুদির দোকানেই থাকছে সেই পরিষেবা, নিশ্চয়ই অবাক হচ্ছেন আদতে এই বিষয়ে অবাক করার মতনই।

Byte

হাওড়ার বালি। এখান থেকেই শুরু এই উদ্যোগের। পাড়ার এক মুদি খানার দোকান । সেখানেই পাওয়া যাচ্ছে পাঁচ টাকার বিনিময় লক্ষীর ভান্ডার চিপস, রুপশ্রী মশলা মুরি।

লক্ষ্মীর ভাণ্ডার নামের প্যাকেট থেকে নাকি আবার পাওয়াও যাচ্ছে নগদ অর্থ। ঘটনাচক্রে এই দোকানই এখন কচিকাচাদের প্রিয় দোকান। ৫ টাকা হাতে নিয়ে দোকান খুলতেই দাঁড়িয়ে পড়ছে খুদেরা ।

 

Byte footge

রাজ্য সরকারের একাধিক প্রকল্প কে হাতিয়ার বানিয়ে এই ব্যবসায়ীর হয়তো প্রচুর লাভ হয়েছে তবে পঞ্চায়েত ভোটের আগে এই পদক্ষেপ বিতর্কে ফেলেছে এই দোকানদারকে। রাজ্যের শাসক দলের বিরোধীদের মত পঞ্চায়েত ভোটের আগে বিনা খরচায় নিজেদের প্রচার করতে এমন কাজ করেছে শাসক দল। এমন চিপস বিক্রি হচ্ছে যা খেলে শিশুরা অসুস্থ হয়ে পড়বে। এসব শাসকদলের কূটনীতির পরিচয়।

Byte0;00-1:13

 

অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি এই মুখরোচক সংক্রান্ত কোন ঘটনার কথায় জানেন না তারা। এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই । তবে সত্যি যদি এ দোকান থেকে এমন চিপস বিক্রি হতে থাকে। এর অর্থ মানুষের মাঝে ছড়িয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প । মানুষ ভালোবাসে করছে এসব।

যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কৈলাশ মিশ্র বলেন,

Byte0;14-0;52

 

যদিও রাজনীতিতে জুজুধান দুই পক্ষের রাজনৈতিক তর্জার মধ্যে সাধারণ মানুষ থেকে কচি কাঁচার দল পাড়ার দোকান থেকে কিনে খাচ্ছে এই চিপসের প্যাকেট। কাউকে বলতে শোনা যাচ্ছে একটা লক্ষ্মীর ভান্ডার দাও তো কেউ চাইছে দুয়ারে সরকার।

সরকারি প্রকল্প না পাওয়ার অভিযোগ তুলে যখন বারংবার শাসকদলকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে মানুষ সেই মরশুমে দোকানদারের এমন কান্ড অরাজনৈতিক রসবোধের সৃষ্টি করেছে তা বলাই বাহুল্য।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *