Biridhi

বিরোধীদের পার্টি অফিসে গিয়ে মলত্যাগ

পার্টি অফিসের ভেতরেই তান্ডব দুষ্কৃতীদের

বিরোধীদলেদের পতাকা খুলে যত ত্রত ছুড়ে ফেলে দেওয়া

পার্টি অফিসের ভেতরেই অশালীন কান্ড

পঞ্চায়েত ভোটের আগে এক অন্য চিত্র ধূপগুড়িতে

তৃণমূল কর্মী দাঁড়িয়েছে নির্দল প্রার্থী থেকে

তারপরেই নির্দল প্রার্থীর পার্টি অফিসে গিয়ে মলত্যাগ

কি কাণ্ড বুঝুন

 

আসন্ন পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজ্য একের পর এক নজর বিহীন ঘটনা ঘটেই চলেছে ।একদিকে যখন শান্তিপূর্ণ নির্বাচন করাতে কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই ভূমিকা পালন করতে শুরু করেছে । তখন ধূপগুড়ির মাগুরমারিতে এখনো অশান্তি বহাল তবে হাতাহাতি নয় যাকে বলে নোংরা রাজনীতি। জানা যায় একদল দুষ্কৃতী নির্দল প্রার্থীর অস্থায়ী পার্টি অফিসে গিয়ে মলত্যাগ করেছে!বিস্ময়কর এই ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়ির মাগুরমারিতে। অভিযোগের তালিকা এখানে শেষ নয়।দলীয় পতাকা খুলে তান্ডব চালানোর অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। । গতকাল রাতের ঘটনায় চাঞ্চল্য মাগুর মারি এক নং গ্রাম পঞ্চায়েতের ১৫/১২৩ নং বুথে। অভিযোগ গতকাল রাতে সিপিএম বিজেপি এবং নির্দল প্রার্থীর দলীয় পতাকা খুলে দিয়ে যেখানে সেখানে ফেলে দিয়ে নির্দল প্রার্থীর অস্থায়ী পার্টি অফিসে যত্রতত্র মলত্যাগ করে রাখে কিছু দুষ্কৃতী

Byte0;00-0;34 gamcha

 

 

। ঘটনা সূত্রে জানা যায় মাগুরমারী এক নং গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূলের বিদায়ী প্রধান কাবেরী রায় শাসক দলের টিকিট না পেয়ে নির্দলে প্রার্থী হয়েছেন। ঘটনা সূত্রে কাবেরী রায়ের স্বামী মধুসূদন রায়ের অভিযোগ বিভিন্নভাবে তাকে চাপ সৃষ্টি করা হয়েছে মনোনয়ন তুলে নেওয়ার জন্য। তিনি তা না করাতেই কি এমন কান্ড ঘটালো শাসকদল?

Byte0;00-0;30 takla

 

তবে এই অভিযোগের ভিত্তিতে পাল্টা অভিযোগ করে তৃনমূল জানায় এলাকায় ১৫ বছর ধরে বিরোধী দল গুলোর উপর চক্রান্ত করে নানানভাবে অত্যাচার করেছিল এলাকার বিদায়ী প্রধানের স্বামী। আর প্রশ্ন যখন বিরোধী দলের ওরা নিজেরা নিজেদের পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে শাসক দলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে বলেই অভিযোগ করেন তৃণমূল নেতা।

Byte-25-1;05 ঢ chosma

 

গত একদিনে ঘটে যাওয়া একাধিক ঘটনা অভিযোগের ভিত্তিতে মধুসূদন রায় বলেন মাসখানেকের মধ্যে কিছু দুষ্কৃতী শাসক দলে ঢুকে হামলা চালাচ্ছে।তবে রাত বিরেতে পার্টি অফিসে কারা এমন তান্ডব চালাতে পারে তা এখনও জানা যায়নি।

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *