শূন্যে ভাসবে সাইকেল
শূন্যে ভেসে জলাশয় পেরুতে পারবেন আপনি অনায়াসে
না কোন কষ্ট না কোন প্যারেল
করতে হবে না কিছু
এ একটা অন্যরকমের অ্যাডভেঞ্চার
কিছুক্ষণের জন্য পাখির মতো আকাশে উড়তে পারবেন আপনি
পাবেন একেবারে পাখির মতোই অনুভূতি
মাত্র ৮০ টাকার বিনিময়ে এমন বিনোদন পাবেন না কোথাও
রোমাঞ্চ কি আপনারও প্রিয় প্রতিদিনকার জীবনে আপনি ওকে চাইছেন রোমাঞ্চকর কিছু করতে তাহলে আপনার সেই ইচ্ছে পূরণ করবে দুর্গাপুর দুর্গাপুরে রয়েছে এমন এক পার্ক যেখানে শুরু হতে চলেছে নতুন এক রাইট যেখানে সাইকেলের চেপেই আপনি আকাশে উড়তে পারবেন শুনলে ওরে কিছুক্ষণের জন্য আপনিও পাবেন পাখিদের মতো অনুভূতি যাবেন নাকি সেখানে। মাত্র ৮০ টাকায় পাখি হতে চাইবেন আপনি?
দুর্গাপুরে অন্যতম জনপ্রিয় জায়গা কুমার মন্ডল পার্কে শুরু হচ্ছে নতুন এই জয় রাইটএটি বেসরকারি সংস্থার পরিচালনায় গিয়ার সাইকেল এর রাইড। তবে এই রাইড উপভোগ করতে গেলে মানতে হবে একাধিক নিয়ম।
এই অ্যাডভেঞ্চার রাইডের মজা নেওয়ার আগে অবশ্যই নিজের সুরক্ষার কথা ভাবতে হবে। এয়ার সাইকেলে চাপার আগে সমস্ত রকম সেফটি গিয়ার নিতে হবে। মূলত সেফটি জ্যাকেট ব্যবহার করা বাধ্যতামূলক এবং একই সঙ্গে হেলমেট ব্যবহার করতে হবে। কারণ একটি তারের উপর ভরসা করে আপনি শূন্যে সাইকেল চালাবেন। বিপদ তো আর বলে আসে না। তাই সুরক্ষা ছাড়া এয়ার সাইকেলে চাপা উচিত হবে না।
ভাবুন তো মাত্র ৮০ টাকার বিনিময়ে আপনি পাবেন আপনার স্বপ্ন পূরণ করতে ৮০ টাকার বিনিময়ে জলাশয় পার করতে পারবেন উড়তে উড়তে ৮০ টাকার বিনিময়ে আপনি এয়ার সাইকেলে জলাশয়ের এপার থেকে ওপার যাওয়া এবং সেখান থেকে সাইকেল চালিয়ে ফিরে আসতে পারবেন। তো আর দেরি কিসের? আজই বেরিয়ে পড়ুন অ্যাডভেঞ্চার রাইডের মজা নিতে।
Leave a Reply