খবর আছে বোমা মজুদ রাখছে বিজেপি কর্মীরা
খবর পেয়ে তৎপরতা দেখালো থানার ওসি
বিজেপি কর্মীদের বেধরক মার, বিনা অপরাধে
কোথায় প্রমাণ!
এমন তো কিছু ঘটেইনি!
ওসিকে প্রশ্ন করতেই
ক্যান্সারে আক্রান্ত প্রার্থীকে বেধড়ক মারল থানার ওসি
কষিয়ে থাপ্পর ক্যানসার পেসেন্টকে
ওসির তাণ্ডবে নাজেহাল অবস্থা গ্রামবাসীর
কথায় আছে ক্ষমতাইই প্রমাণ করে মানুষের ব্যক্তিত্ব । এর আগে একাধিকবার প্রশাসনের ভূমিকার ওপর প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক দল। আদতে আইনের হয়ে কাজ করছে প্রশাসন নাকি কোন রাজনৈতিক দলের দলদাসে পরিণত হয়েছে তারা! মেদিনীপুরের এই ঘটনা অবাক করছে আমজনতা কে।কাকরাইল থানার ওসি সাইফুদ্দিন খোন্দকার তার কাছেই নাকি খবর আছে বিজেপি প্রার্থীরা নির্বাচনের আগে বোমা মজুদ রাখছে। অথচ তার কোন প্রমাণ নেই তার কাছে। কোন প্রমাণ ছাড়াই বিজেপি প্রার্থীদের গিয়ে মারধর করছেন তিনি। এই ঘটনার প্রতিবাদ করতে আশাতেই জেলা পরিষদের ১১ নম্বর প্রার্থী শুভঙ্কর মাহাতোকে ঠাসিয়ে থাপ্পর মারলো থানার ওসি
Byte-0;59 -1;14
0;35-0;39 chele
ঘটনাচক্রে জানা যায় শুভঙ্কর বাবু একজন ক্যান্সারের রোগী। কিছুদিন আগেই তার অপারেশন হয় বলে পরিবার সূত্রে জানা গেছে। ঐ জায়গায় ওসি মারধর করায় অসুস্থ হয়ে পড়েন ঐ প্রার্থী। এদিন ধস্তাধস্তির চোটে শরীর খারাপ হয় যায় তার।
Byte ;1;29-1;44 chele
এরপর পরবর্তীকালে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করা হয়।
অন্যদিকে ওসির দাদাগিরির ব্যাপারে নির্বাচন কমিশন কে সমস্ত বিষয় লিখিত অভিযোগ জানাবে বলে জানায় পরিবারের লোক। অবাধ ক্ষমতার জন্যই বেড়েছে পুলিশের দাদাগিরি , পুলিশের আগ্রাসনের বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করা হয় এই ঘটনার ।
Byte0;00-0;40 holud
Leave a Reply