অভিনেতা থেকে নেতা।
এ তো অনেক হলো
এবার মাতৃ সাধক হলেন পঞ্চায়েতের প্রার্থী
সংসারের মায়া ,সমস্ত মোহ কাটিয়ে এক অন্য জীবন বেছে নিয়েছেন তিনি।
সাধনা তার একমাত্র জীবন।
গড়ে তুলেছেন নিজস্ব মন্দির।
জেলার কনিষ্ঠতম প্রার্থী , উচ্চ শিক্ষিত এই সাধক
সেই এবার রাজনীতির ময়দানে।
চান না লড়াই ,চান শুধু জনকল্যাণ
শাসকদলের এই প্রার্থী কে দেখলে বদলে যাবে সব ধারণা
এলাকায় মাতৃ সাধক বলেই পরিচিত শঙ্খ চ্যাটার্জি।
জেলার কনিষ্ঠতম এবং উচ্চ শিক্ষিত প্রার্থীদের মধ্যে মাতৃসাধক শঙ্খ চ্যাটার্জি অন্যতম এবং নজর কারা প্রার্থী হয়ে উঠছেন। যদিও তিনি গোটা রাজ্যের পরিচিত মুখ। বাদু কাঞ্চনতলা জাগ্রত কল্যাণমন্দিরের পৃষ্ঠপোষক তিনি।
সংসারের মোহ মায়া কাটিয়ে তিনি বাছা নিয়েছেন এক অন্য জীবন। ঈশ্বর এবং মানুষ সেবা এই সব মিলিয়ে তার জীবন। একেবারে ভিন্ন ধরনের এই ব্যক্তি তৃনমূলের প্রার্থী।
Byte
। তার কথায়, ইতিহাসে শ্রীকৃষ্ণ রাজনীতিবিদের ভূমিকা পালন করেছিলেন, শ্রীকৃষ্ণের ভূমিকা কে সামনে রেখেই মানুষের সেবায় তিনিও রাজনীতিতে আসলেন।
Byte:0;8-1;11
ইংলিশে অনার্স নিয়ে গ্রাজুয়েশন, সবেমাত্র ৩১ পার করেছেন মাতৃসাধক শঙ্খ চ্যাটার্জি। আর তাকেই এবার শাসক দল বারাসত ব্লক ওয়ান পঞ্চায়েত সমিতির ২৫ নং আসনে টিকিট দিয়েছে, লড়াই করার জন্য। যদিও তিনি এই লড়াইটা কে আর পাঁচটা রাজনীতিবিদের মত করে দেখছে না। তার কাছে মানুষের জন্য আরও বেশি করে কাজ করার সবচেয়ে ভালো মাধ্যম এটা হতে পারে বলেই তার মত।
Byte 3:52-4:11
। মন্দিরে সকলের জন্যই অবারিতদ্বার। পুজোপাঠ ধর্ম আচরণের পাশাপাশি চলবে রাজনীতির গণ্ডিতে থেকে মানব সেবা। তিনি মানুষের সেবা করতে ।সমস্যার সমাধান খুঁজতে। রাজনৈতিক কুটনীতি তার জন্য নয়।
5:00- 5:54
সত্যি বর্তমান রাজনীতির ময়দানে তিনি এক আশ্চর্য। যাকে দেখে রাজনীতর সংজ্ঞা বদলে যেতে পারে।
Leave a Reply