School

ছিল বিদ্যালয় হল সুস্বাস্থ্য কেন্দ্র !!

বিদ্যালয়ের নাম ও নিশান মিটিয়ে দিয়ে স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ।

নীল সাদা রঙে বদলে ফেলা হলো বিদ্যালয়ের সম্পূর্ণ চিত্র।

বিদ্যালয় উপর দুই তলা তুলে তৈরি হচ্ছে স্বাস্থ্য কেন্দ্র

তবে কোথায় যাবে বিদ্যালয়?

শত শত শিশুদের প্রতিদিনকার যাতায়াত তবে কি বন্ধ হয়ে যাবে বিদ্যালয়?

মিড মিলের জায়গা ভেঙে তৈরি হচ্ছে চিকিৎসালয়

বিক্ষোভ বিজেপির।

 

 

পড়ুয়াদের মধ্যে থেকে স্কুল ছুট রুখতে একের পর এক দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার । তা সে সবুজ সাথী হোক কিংবা মিড ডে মিল কিংবা কন্যাশ্রী। শিক্ষিতের হার বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। যে পদক্ষেপ কে হাতিয়ার বানিয়ে বারংবার রাজ্য সরকার নিজেদের গুণগান গাইতে ব্যবহার করেছে

বৈদ্যবাটি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের চক স্টেশন রোডে ঘটেছে অন্য ঘটনা । চক পুর প্রাথমিক বিদ্যালয়, প্রায় ১০০ বছর পুরোন এই বিদ্যালয়। ,সেখানেই নীল সাদা রং করে বিদ্যালয়ের নাম মুছে টাঙানো হয়েছে সুস্বাস্থ্য কেন্দ্রের ফ্লেক্স। শীঘ্রই শুরু হবে দোতলা তৈরি। যেখানে এখনো নিয়মিত বিদ্যালয়ে চলে ছাত্রছাত্রীরা উঠোনে মিড ডে মিল খায় সেখানে নাকি হবে স্বাস্থ্য কেন্দ্র।

Byte neel jama sesher kichuta ongsho

 

এই বিদ্যালয়ের উপরেই হবে স্বাস্থ্য কেন্দ্র এমন কথা শুনতেই কার্যত খেপে লাল হয়েছে এলাকাবাসী। তাদের দাবি ক’দিন বাদেই বিদ্যালয়ে বন্ধ করে দেয়া হবে তার পরিবর্তে তৈরি করা হবে স্বাস্থ্য কেন্দ্র। তাই আগে বাগেই বিক্ষোভ দেখাতে নেমেছে বিজেপি। তাদের দাবি যদি স্বাস্থ্য কেন্দ্র তৈরি করতেই হয় তাহলে তা করুক অন্য জমি কিনে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলার কোন অধিকার নেই শাসক দলের।

0;04-0;40 bjp

তবে এই নিয়ে বিশেষ মুখ খুলতে চাননি বিদ্যালয় প্রধান শিক্ষক। যদি ও তিনি স্বীকার করেছেন পৌরসভা তরফ থেকে মৌখিকভাবে জানানো হয়েছে তাদের। তাদের আশ্বস্ত করা হয়েছে বিদ্যালয়ের সঙ্গে এই স্বাস্থ্য কেন্দ্রের কোন সম্পর্ক থাকবে না।

অন্যদিকে বৈদ্যবাটির পুরপ্রধান পিন্টু মাহাতো জানান , শুধুমাত্র পোর্টালের নাম তোলার জন্য স্বাস্থ্য কেন্দ্রের ব্যানার লাগানো হয়েছে এই বিদ্যালয়। যারাই অভিযোগ করছে সম্পূর্ণ ভিত্তিহীন ভাবে রাজনীতি করার জন্য কথাগুলো বলছেন।

Byte 23:1:15


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *