Nesha

নেশাই প্রাণ কারল পড়ুয়ার।

স্কুল কাট মেরে নেশা করতে যাওয়ার প্ল্যান।

ঘাটে বসে মৃদু বাতাস সাথে চলছিল চরস

চরস খেয়েই একেবারেই ফুটন্ত রক্ত শরীরে।

লাফিয়ে লঞ্চে উঠতে গিয়ে জলে তলিয়ে গেল যুবক।

জলে পড়তেই নিখোঁজ।

কোথায় গেল ?

জল জ্যান্ত ছেলে!

খোঁজ ,খোঁজ ,খোঁজ

সবশেষ ……

চিরতরে হারিয়ে গেল পড়ুয়া।

 

 

ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। শুধু স্বাস্থ্যের পক্ষেই নয়, ধূমপান যে নিমিষে কেড়ে নিতে পারে জীবন সে প্রমাণও তো মিলেছে বারংবার। তবে তাতে বোধহয় ধূমপানের প্রবণতা কমেনি বিন্দুমাত্র। আপনজনের বাধা, পরামর্শ এসব কিছুই থামাতে পারেনি ধুমপানের প্রবণতা।বিশেষত দেখা গিয়েছে স্কুল পড়ুয়াদের মধ্যেই গোপনে ধূমপান করার প্রবণতা সবচেয়ে বেশি। সেই কাজ করতে গিয়ে জীবন হারালো যুবক।

Byte0;00-0;34 dada

 

উত্তর ২৪ পরগনার আরিয়াদহ কালাচাঁদ হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র মলয় প্রামানিক স্কুলের পোশাক পরেই ঘাটে এসেছিলেন 8 বন্ধুর সাথে।গঙ্গার পাড়ে বসেই চলে বিয়ার পান, অকথ্য গালিগালাজ। লঞ্চ ছাড়তে দেরি হওয়ায় দুজন সিগারেট কিনতে যায় দোকানে।এর মাঝে লঞ্চ ছেড়ে দিলে মলয় জেটি থেকে ঝাঁপ মেরে লঞ্চে উঠতে গেলে গঙ্গায় পড়ে যায়। তারপরই আর খোঁজ পাওয়া যায়নি সেই কিশোরের. । হাজার বারন তারপরও পাকামি মারতে গিয়ে সমাপ্তি ঘটল যুবকের।

Byte 0! 59-1;35neel

 

স্কুল পড়ুয়াকে বাঁচাতে জলসাথীর এক কর্মী বিক্রম সিং জলে ঝাঁপ দিয়ে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করলেও তাকে খুঁজে পাইনি। আশ্চর্যের বিষয় এই এত খোঁজাখুঁজি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন জন সাথে নিজেই । তবে মলয় কে খুঁজে পাওয়া যায়নি এখনো

Byte1;45-1;57 neel

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *