Plastic

প্লাস্টিক ভাঙ্গা , লোহা ভাঙ্গার সাথে বিক্রি হয়ে গেল সবুজ সাথী সাইকেল ।

বিক্রি করল স্বয়ং স্কুল কর্তৃপক্ষ।

৭০০০ টাকার বিনিময় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সাইকেল বিক্রি।

ছাত্রীদের জন্য আসা সাইকেল বিক্রি করছে স্কুল।

ছাত্রীরা চড়ার আগেই, কিলো দরে বিক্রি সাইকেল।

সাইকেল কিনে ভ্যানে তুলতেই বিক্ষোভ স্থানীয়দের

ছাত্রীদের প্রাপ্য সবুজ সাথী বিক্রি করছে কোন অধিকারে বিদ্যালয়?

প্রধান শিক্ষককে চেপে ধরতেই বেরিয়ে এলো আসল তথ্য।

 

মমতা বন্দ্যোপাধ্যায় আরও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের মতনই সবুজ সাথী বাংলায় বিপুল পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে। যে মর্মে গ্রাম বাংলা থেকে শুরু করে সরকারি স্কুলের পড়ুয়াদের এক সময় বিদ্যালয়ে যাতায়াতের সুবিধার্থে সাইকেল প্রদান করা হয়। এই প্রকল্প চালু হওয়ার পর থেকে গ্রামবাংলায় সত্যিই ছাত্র-ছাত্রীদের বাড়ি থেকে বিদ্যালয় মাঝে দূরত্ব সংক্রান্ত সমস্যার অবসান ঘটেছে অনেকখানি । তবে শুরু থেকেই সবুজ সাথী ছিল বিতর্কের কেন্দ্রবিন্দুতে। শুরু থেকেই ছাত্রছাত্রীরা অভিযোগ জানায় সাইকেলের মান নিয়ে, কখনো খুলে গিয়েছে চাকা, কখনো আবার হ্যান্ডেল খারাপ। এদিকে ক্রমাগত সরকার বলেছেন এ সমস্তই নতুন সাইকেল । তবে সে সমস্ত বিতর্ক আপাতত ধামাচাপা পড়েছে । এবার অন্য এক অভিযোগ উঠল সবুজ সাথী ঘিরে । সবুজ সাথি সাইকেল তাও আবার বিক্রি করে দিচ্ছে বিদ্যালয় । বৈদ্যবাটির বনমালী ইনস্টিটিউশন স্কুলের ঘটনা ঘিরে তুমুল চাঞ্চল্য।

Byte0;32-0;53 holud

 

অভিযোগ সাড়ে সাত হাজার টাকার বিনিময় সবুজ সাথীর তিনটি সাইকেল বিক্রি করেছে বিদ্যালয়, সাথে পুরনো বই খাতা ।পুরোনো লোহা ভাঙা,পাইপ,কাঁচ,পুরোনো বই পত্তর বিক্রি করার সাথেই গাড়িতে তোলা হয় সাইকেল। তা দেখতে পেয়েই ছুটে আসে স্থানীয়রা। সাইকেল গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করতেই গাড়ি আটকে ক্রেতাকে মারধর শুরু করে। কেন সবুজ সাথীর সাইকেল বিক্রি করা হচ্ছে?,এই নিয়ে প্রধান শিক্ষকের কাছে কারণ জানতে চান স্থানীয় বাসিন্দারা।প্রধান শিক্ষক প্রথমে কিছু বলতে না চাওয়ায় গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা।

Byte bikkhob

প্রধান শিক্ষক অমরনাথ ঘোষাল জানান,স্কুলের কিছু ।যাকে বিক্রি করা হয়েছে সে না বুঝেই গোডাউন থেকে সবুজ সাথীর সাইকেল গাড়িতে তুলে নেয়।এলাকাবাসী দেখে গাড়ি আটকায়।টাকা নিয়ে সাইকেল বিক্রি করার অভিযোগ সত্যি নয়।

1:45-2;17 chosma sir

অন্যদিকে চন্দননগরের বাসিন্দা কাবারিওয়ালা সুজিত পাশোয়ান বলেন,ভাঙাচোরা জিনিসের সঙ্গে সারে সাত হাজার টাকায় সাইকেল কেনেন তিনি একটি সাইকেল তার মেয়ের জন্য চেয়ে নেন।

Byyte 0;00+0;55 sada


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *