উনত্রিশ বছর বয়সী বিজেপি প্রার্থীর
, চব্বিশ বছরের ছেলে !
মা এবং ছেলের বয়সের মধ্যে ব্যবধান ৫ ।
এ যেন বাচ্চা বেলার পিতা পুত্রের অংকের গড়মিল
২৪ বছরের জলজ্যান্ত ছেলে!
কই দেখিনি তো !
অবাক করার মত কান্ড
এলাকায় শোরগোল,
বয়জৈষ্ঠরআ বলতেন এই যুগে সব সম্ভব। কলিযুগে কি না হয়। তাই বলে মা এবং ছেলে প্রায় সমবয়সী! কি ভাবে সম্ভব! এই গ্রামের আজব কান্ড। নদীয়ার শান্তিপুর বেলঘড়িয়া একনম্বর পঞ্চায়েতের, দিব্য ডাঙ্গা গ্রামের ২৩০ নাম্বার বুথের প্রার্থী সুমনা মনি বিশ্বাস। ভোটার তালিকা অনুযায়ী তার বয়স ২৯ । এদিকে সেই তালিকা অনুযায়ী তার ছেলে কার্তিক মনির বয়স ২৪ । মা প্রার্থী হতেই প্রকাশ্যে আসল ঘটনা।
Byte
পঞ্চায়েত পার্থীর বাড়িতে এমন ঘটনা জানাজানি হতেই শুরু হয়েছে বিতর্ক। আদতে ব্যাপার কি! কিভাবে এমন হল। এসব তথ্য জানতেই মড়িয়া হয়ে উঠেছে আমজনতা।
এ বিষয়ে প্রার্থী সুমনা মনি বিশ্বাস জানান, আধার কার্ড ভোটার কার্ডে নাম বয়স বাবার নাম ঠিকানা যেভাবে ভুল থাকছে তাতে অস্বাভাবিক কিছু ঘটনা না। ইতিমধ্যেই তার স্বামী তা ঠিক করার জন্য কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে।
Byte
ভোটার তালিকায় নাম ভুল আসার ঘটনা নতুন কিছু নয়। হামেশাই ভুল তথ্য দেখা যায় ভোটার কার্ডে । তবে এ বাড়ির ঘটনাকে মোটেই স্বাভাবিক ভাবে দেখছে না পাড়ার লোক । এই বাড়ি নিয়েই পাড়ায় রয়েছে বিভিন্ন তত্ত্ব।
এলাকার অধিবাসীবৃন্দ তাদের মতে, পাড়ায় বাস করা ২৪ বছরের ছেলেকে তারা কোনদিনই দেখেননি। শুধু ছেলে নয় ওই পরিবারে আরও বেশ কয়েকটি অপরিচিত পরিবার সদস্য আছেন যাদের গ্রামের মানুষ কেউ চেনেন না। তবে এ বিষয়ে জানতে চেয়ে বিডিও অফিসে বেশ কয়েকজন এলাকাবাসী আবেদন করেছেন।
Leave a Reply