বৌমা রাম
শ্বাশুড়ি বাম
একজন বিজেপি প্রার্থী
অন্যজন বামেদের সৈনিক
পঞ্চায়েত ভোটে ভাই -ভাই যা- যার পর
এবার শাশুড়ি বৌমা
একই বাড়ির দুই সদস্য
অথচ ভিন্ন তাদের মতাদর্শ।
রাজনীতির ময়দানে ভুলতে হয়েছে সম্পর্ক
কে জিতবে শাশুড়ি না বৌমা ?
কাকে ভোট দেবে ছেলে?
পঞ্চায়েত ভোট ঘিরে শোরগোল এই পরিবারে
ভাই ,ভাই ,যা যা তো অনেক হলো এবার পালা শাশুড়ি বৌমার। পঞ্চায়েত ভোটে এই ব্লকে দুই প্রার্থী একই পরিবারের। একজন রামপন্থী তো অন্যজন বামপন্থী। দুজনেরই ভিন্ন মতাদর্শ। অথচ দুজনেই চায় এলাকার হোক উন্নয়ন । কোন দল করেছে বেশি কাজ । কোন দল করেছে কম। রান্নাঘরে এখন সবজি ছাড়াও এইসবই আলোচনার বিষয়বস্তু।
পান্ডুয়ায় সিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের পোটবা গ্রামে ভোটের লড়াই সিপিআইএম প্রার্থী লক্ষ্মীরানী মান্ডি,বিজেপি প্রার্থী সোনালী মান্ডির মধ্যে.।সম্পর্কে লক্ষ্মীরানী সোনালীর খুড় শ্বাশুড়ি।
Byte
পরনে শাড়ি । এক জনের আদ পাকা চুল অন্যজন একেবারে অল্পবয়সী। অথচ দুজনেই রাজনীতিতে বিশেষ আগ্রহী। তবে একই পরিবারে দুই ভিন্ন মতাদর্শ । সম্পর্কের মাঝে চিড় ধরবে না তো !এই আশঙ্কা কিন্তু জেগেছিল পরিবারের লোকেদের মধ্যেও । তবে সেই সমস্ত আশঙ্কায় জল ঢেলে বৌমা সোনালী প্রচার শুরু করলেন শাশুড়ির পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিয়ে ।
শাশুড়ি লক্ষ্মী রানী ও মন ভরে আশীর্বাদ করেন।
0;00-0-47 bouma
লক্ষীরানি দেবী জানান হলফ করে বলতে পারি কোনরকম চির ধরবে না সম্পর্কে । এদিন বারংবার শাশুড়ি এবং বৌমাকে এই কথাই বলতে শোনা গেল।
1:20-1;45 sasuri
একশ দিনের কাজ বন্ধ করেছে কেন্দ্রের বিজেপি সরকার।গ্রামের মানুষের অনেক চাহিদা পূরন হয়নি,গ্রামের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবী নিয়ে ভোট চাইছেন লক্ষ্মীরানী।
Byte0:00-0:36 sasuri
অন্যদিকে গ্রামে পানীয় জলের অভাব আছে,ঢালাই রাস্তাটা হয়নি সেসবই করতে হবে ভোটে জিতে বলছেন সোনালী।দুই প্রার্থী দুই দলের তবে তাদের দাবী গ্রামের উন্নয়ন।
2;19-2:42 bouma
Byte
জিত হার এসব তো থাকবেই। তারা চান শুধু উন্নয়ন। যে জিতুক সে যেন মানুষের দুঃখ বোঝে। মানুষের দাবি মেটাতে পারে ।
Leave a Reply