প্রতীক চিহ্ন বটগাছ!
বট গাছে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন।
ঝাঁটা, জলের গ্লাস এখন অতীত।
পঞ্চায়েত নির্বাচনে সামনে এলো নতুন প্রতীক চিহ্ন
বটগাছ।
ভোটে জিতলে বট গাছের মতনই সুরক্ষা পাবে গ্রামবাসীরা।
ভোটে জিতলে হবে বনসৃজন ,গাছ কাটা সম্পূর্ণ নিষিদ্ধ করবেন এই প্রার্থী।
ভোটের বাজারে অভিনব উদ্যোগ এই প্রার্থীর।
নির্দল প্রার্থী হিসেবে গাছ হাতে ভোট প্রচার,
কদম, মেহগনি, সাল সেগুন
হাতে হাতে দিচ্ছেন ভোটারদের ।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলি শুরু করেছে প্রচার। কারো শ্লোগান ক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত হবে রাজ্য তো কারো স্লোগান আরো বেশি পরিষেবা পাবে সাধারণ মানুষ ।এভাবেই যখন পড়েছে একাধিক পোস্টার। শুরু হয়েছে দেওয়াল লিখন। ঠিক তখনই এই প্রার্থী অবাক করেছে সবাইকে । নির্বাচন কমিশনের কাছ থেকে আদায় করেছেন প্রতীক চিহ্ন। তাও আবার বটগাছের। বটগাছ হবে তার প্রতীক । এই প্রতীক চিহ্নে নির্দল প্রার্থী হিসেবে লড়তে চান নদীয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর কুড়ি নম্বর গ্রাম সভায়, নির্দল প্রার্থী লালটু ঘোষ, ।
Byte0;10-0;35 —–3;06
একটি বটগাছ তলায় গ্রামের সকলে যেমন আশ্রয় নেয়, জয় লাভের পর তার পরিষেবাও দলমত নির্বিশেষে সকলের কাছেই পৌঁছে যাবে, তা বাদে পরিবেশ রক্ষার তাগিদ তো রয়েইছে। আর সেই কারণে, তিনি তার অনুগামীরা ভোট প্রচারে বেরিয়েছেন গাছ হাতে। প্রতিটি পরিবারকে একটি করে গাছের চারা উপহার দিয়ে চাইছেন ভোট।
Byte0;00-0;22 —-1;00
তবে লালটু ঘোষ খানিক বাধ্য হয়ে দাঁড়িয়েছে নির্দল প্রার্থী হিসেবে। আদতে তিনি তৃণমূলের সৈনিক। দীর্ঘদিন ধরে করছেন তৃণমূল। বর্তমানে প্রসাদ ঘোষ নামক অন্য একজন প্রার্থীকে তৃণমূল টিকিট দেওয়াতে খানিক বাধ্য হয়েই তিনি নিজের স্বতন্ত্র প্রতীক তৈরি করেছেন। ঠিক করেছেন নির্দল প্রার্থী হিসেবে লড়বেন তিনি। এর পিছনে গোষ্টিকুন্দলকেই দায়ী করেছেন লালটু বাবু।
Byte0;45-1;32 ——3;06
তবে ভোটে যদি জেতার পর তার রয়েছে অন্য পরিকল্পনা। তিনি জানান জয়ী হয়ে তারপর ফের তৃণমূলে যোগদান করবেন তিনি।সব মিলিয়ে লালটু বাবুর এই উদ্যোগে আপ্লুত গ। গ্রামবাসী ।
Leave a Reply