কাঁচা চাল।
দশ দিন ধরে পেটে যাচ্ছে শুধু মাত্রই কাঁচা চাল।
৫০ বছর বয়সে কাঁচা চাল খেয়ে বেঁচে রইলেন বৃদ্ধা
দশ দিন ধরে নদীর চরে আটকেছিলেন তিনি.।
মাথার উপর আকাশ ফাটা বৃষ্টি
জনমানবহীন এলাকা।
বেঁচে থাকবো কি করে!
বেঁচে থাকতে কাঁচা চাল খেয়ে ,পেট ভর্তি
কাঁচা চাল দাঁত দিয়ে চিবিয়ে খেয়ে সুস্থ থাকলেন বৃদ্ধা
এ সমস্ত সম্ভব!
এতো লোহা খেয়ে হজম করার বয়স । যৌবনে মা মাসিরা এমনই বলতেন। তবে সে বয়স তো তিনি পেরিয়ে এসছেন বহু বছর আগে। বয়স এখন তার 50 । মাথার চুলে পাক ধরেছে । । হজম ক্ষমতা কমে এসেছে। য। যে বয়সে গুরুপাক খাদ্য একেবারেই খাওয়া উচিত নয়। সেই বয়সেই কাঁচা চাল খেয়ে দশ দিন বেঁচে আছেন বৃদ্ধা । ভাবতে পারছেন !অবাক করার মতই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ধুমপাড়া ঘাটের উত্তরে ভুটানের বর্ডার এর কাছে ।
Byte 0;00-0;30
1:20-1;29
টানা ১০ দিন এখানে ঝমঝমিয়ে বৃষ্টি পড়েছে, না কারো সাথে যোগাযোগ, না আশেপাশে এমন কোন জায়গা যেখানে মিলবে প্রাণ। দশ দিন চলছে লাগাতার বৃষ্টি ,যেন পবন দেবতা ভুলে গিয়েছেন নল বন্ধ করতে।
দশ দিন সে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়েই বেঁচে ছিলেন এই বৃদ্ধা। তবে শরীর যে আর মানছে না।দীর্ঘ ১০ দিনের বেশি সময় নদীর চঁড়ে আটকে থাকার সময়, সঙ্গে থাকা ব্যাগ এর ভেতরের কাঁচা চাল খেয়েই নাকি বেচে ছিলেন ঐ বৃদ্ধা।বাঁচার কোন আশাই আর ছিল না তবে কিভাবে বাঁচালেন তিনি?
ঘটনাচক্রে ২নং রায়ড়াক নদীর জল বেরে যাওয়ায় ভুটানের পাহাড় থেকে ভেষে আশা জ্বালানি লাকড়ি সংগ্রহ করতে ঐ এলাকায় উপস্থিত হন এলাকার কয়েকজন। তারা লক্ষ করতে পারে এক মহিলা নদীর চড়ে আটকে রয়েছে। খবর দেওয়া হয় ব্লক প্রশাসনকে। ব্লক প্রশাসনের উদ্যোগে উদ্ধারকারী দল পাঠানো হয়।অবশেষে আজ সকাল সকাল উদ্ধার করা সম্ভব হয় ঐ বৃদ্ধাকে। জানা যায় ওই বৃদ্ধার নাম
Byte0;40-1;16
উদ্ধার কাজের সময় উপস্থিত ছিলেন কুমারগ্রাম থানার পুলিশ, সিভিল ডিফেন্স এবং ব্লক প্রশাসনের প্রতিনিধিরা। আপাতত কুমারগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন উদ্ধার হওয়া বৃদ্ধা মহিলাটি। তবে তাঁর পরিবারের কোনো খোঁজখবর এখনো পাওয়া যায়নি। উদ্ধার হওয়া মহিলার নাম হুপনি হজদা , বয়স আনুমানিক ৫০বছর।
Leave a Reply