Athitiyota

অদ্ভুত আতিথিয়তা।

কেন্দ্রীয় বাহিনীর পা পড়তেই বদলে গেল বাংলার চিত্র।

নিমেষের মধ্যেই সব বদল ।

কেন্দ্রীয় বাহিনী কে দেখেই ফুল, শঙ্খ বাজালো বাড়ির মহিলারা

শঙ্খ ধ্বনির মাধ্যমে আহ্বান জানানো হলো এক কোম্পানির কেন্দ্রীয় বাহিনীকে।

অদ্ভুত আহ্বান।

আমাদের রক্ষক এসছে।

রক্তঝরা এবার বোধহয় হবে বন্ধ।

গ্রামের মানুষদের মুখ যেন এ কথাই বলছে।

 

 

আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ উত্তপ্ত হয়ে চলেছে রাজ্য। জেলায় জেলায় রক্ত ঝরেছে নিরপরাধ মানুষের। ভোটের নামে চলেছে বিশৃঙ্খলা। ভোটের আগেই এই অবস্থা দেখে কার্যত আশঙ্কা প্রকাশ করেছে স্বয়ং রাজ্যপাল । পাশাপাশি আদালতের নির্দেশে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী আনার আদেশ দেয়া হয়েছে।সেই মর্মেই শনিবার মালদহে এক কোম্পানির কেন্দ্রীয় বাহিনী এসে উপস্থিত হয় আর তারপরে দেখা যায় এক অদ্ভুত চিত্র।

কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চে অভিনব আহবান গ্রামের বাসিন্দাদের। গ্রামে রাস্তায় কেন্দ্রীয় বাহিনী পৌঁছাতেই মহিলারা শঙ্খ বাজিয়ে স্বাগত জানালেন। সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

Byte

 

জানা গিয়েছে আদালতের নির্দেশে শনিবার মালদহে আসে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর। প্রাপ্ত সমস্ত তথ্যের ভিত্তিতে মালদার বিভিন্ন স্পর্শকাতর এলাকা চিহ্নিত করা হয় । সেই সমস্ত এলাকাগুলি থেকেই ডোমিনেশন শুরু করা কেন্দ্রীয় বাহিনী । জেলায় আসবার পরে তারা কথা বলেন স্থানীয় মানুষদের সঙ্গে। যারা পরবর্তীকালে হতে চলেছে ভোটার। আশ্বস্ত করা হয় তাদের ।

শুধুমাত্র পুরাতন মালদহের সাহাপুর নয় মালদহ জেলার ইংরেজবাজার থানার কাজিগ্রাম, মানিকচক থানা এলাকা ও উত্তর মালদহের চাঁচলের বিভিন্ন এলাকায় কেন্দ্র বাহিনী রোড মারছ করে। জেলা পুলিশের পক্ষ থেকে স্পর্শকাতর এলাকা গুলিতে এদিন প্রথম দফায় কেন্দ্র বাহিনীদের নিয়ে গিয়ে রুট মার্চ করানো হয়।

Byte

 

 

অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী আসতেই খানিক হাসি ফুটেছে স্থানীয় বিজেপি বিজেপি কর্মী রজত কুমার দাস বলেন,

Byte0;00-0;23′

 

 

 

এখানেই শেষ নয়,এর পাল্টা জেলা তৃণমুলের সভাপতি আব্দর রহিম বক্সি জানান,কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে রাজ্য পুলিশকে অপমান করছে বিজেপি। রাজ্য মানুষের নিরাপত্তা দিচ্ছে এতদিন ধরে কোন অসুবিধা নেয়। বিজেপি কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে নির্বাচনে গোলমাল পাকানোর ষড়যন্ত্র করছে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *