Duto

আর মাত্র দুটো মাস

ফসল তোলার সময় প্রায় চলে এসেছে

সারা বছর ধরে কষ্ট করে বীজ বপন করে চাষ।

সব গেল জলে

রাতের বেলায় চললো তান্ডব

চাষ করা ওল তছনচ।

দুষ্কৃতীদের তান্ডবে চাষের জমি লন্ডভন্ড

১৫ বিঘা জমি এক রাতে নষ্ট করল দুষ্কৃতিরা

কিন্তু কোন উদ্দেশ্যে ?

কে রয়েছে পিছনে ?

গরিব মানুষের পেটে লাথি মেরে কি লাভ তাদের?

 

 

নদীয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের বাগ দেবীপুরে বাসিন্দা ৭০ ঊর্ধ্ব গুরুপদ সরকার । পেশায় তিনি একজন চাষী ।চাষের ক্ষেতের সঙ্গে তার বেজায় ভালো সম্পর্ক। নিজের গোটা জীবনে চাষবাস করেই খেয়েছেন তিনি। চাষের খেতই তার কাছে ঈশ্বরের মত। সেই চাষের জমি লন্ডভন্ড হলো রাতারাতি । লক্ষাধিক টাকার ক্ষতি । চাষীর ১৫ বিঘা ওলের জমি নিমেষে লন্ডভন্ড । রবিবার ভোরে ঘুম থেকে উঠেই মাথায় হাত!

Byte0;12+0;34

গত ফাল্গুন মাস থেকে, সারাদিন রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে, ওলের বীজ থেকে চারাগাছ তারপর ধীরে ধীরে বেড়ে ওঠার জন্য মূল্যবান সার ওষুধ কীটনাশক দেওয়া সারাদিন জমিতে পরিশ্রম করা। লক্ষাধিক টাকার ফসল ঘরে উঠতে আর মাত্র দুমাস বাকি, কিন্তু তার আগেই সব শেষ! সমবায় ব্যাংক থেকে লোন নিয়ে সর্বশান্ত হল গুরুপদ বাবু।

 

তবে কারা করল এমন কাজ? এর পিছনে থাকতে পারে কোন উদ্দেশ্যে?

এ প্রসঙ্গে গুরুপদ বাবু বলেন,

Byte1;13-1;34

 

0;12-0;32 +-++2;19


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *