Chor

চোরকে চোর বললেই দোষ।

তৃণমূলের প্রচার শুরু হতেই

দেওয়ালে পড়লো চোর পোস্টার ।

রাতের অন্ধকারে তৃণমূল প্রার্থীর নামে চোর লিখে দেয়াল ভর্তি।

সকাল হতেই মাথায় হাত তৃণমূল প্রার্থীর

নিজের ছবির পাশে লেখা চোর

দলে অভিযোগ জানাতে গেলে দলের দাবি

ছবি দিয়ে কেন প্রচার চলছে!

প্রার্থীর বিরুদ্ধে নিয়ম উলঙ্গনের দাবি দলের কর্মীদেরই

গুণধর এই প্রার্থীর বিরুদ্ধে রয়েছে দলের কর্মীদের বিস্তর ক্ষোভ

তবে কি দলের লোকেরাই পোস্টার ছাপালো এমন?

দলই দলের কর্মী কে দিলেন চোরের তকমা!

0;18-0;26

এই প্রথমবার নয় । এর আগেও তৃণমূল কংগ্রেসের গায়ে চোরের তকমা লেগেছে। কালক্রমে সময়ে অসময়ে শাসকদলের বিভিন্ন নেতাকে তা সে নিচু স্তরের কর্মী হোক কিংবা দলের সুপ্রিম কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ,পেতে হয়েছে চোরের তকমা । স্লোগান উঠেছে, প্রশ্ন উঠেছে তবে ততবারই এই সমস্ত কে গুরুত্ব দিতে নারাজ ছগল শাসক দল। চোর স্লোগান পর এবার তৃণমূল কর্মীর নামে চোর লেখা পোস্টার পড়ল।

 

byte

 

হাওড়ার ডোমজুড় ব্লকের বাঁকড়া – ২ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের প্রার্থী শামসুল আলম তরফদারের । তার বিরুদ্ধেই এবার ‘চোর’ লেখা পোস্টার পড়লো। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে বাঁকড়া এলাকায় উত্তেজনা ছড়ায়। কে বা কারা এই চোর লেখা পোস্টার দিয়েছে তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা এলাকায়।

Byte

তবে রাতবিরেতে এমন কাজ করছে কে? বিরোধীদলের কেউ? এমন প্রশ্ন উঠতেই এই ঘটনা প্রসঙ্গে হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ বলেন, ‘এটা বিরোধীদের কাজ। তারাই আমাদের সঙ্গে পেরে উঠতে না পেরে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে। তবে এই কাজ যেই করে থাকুক উপযুক্ত তদন্ত করে অপরাধীদের সনাক্ত করা হবে’।

Byte

প্রসঙ্গত এই ঘটনার পাশাপাশি অন্য এক তথ্য খাড়া হয়েছে.।দলের অভ্যন্তর থেকে জানা যাচ্ছে প্রচারে শুরু থেকেই দলের কর্মীদের পোস্টারে নিজেদের ছবি ব্যবহার না করার নির্দেশ পাঠানো হয়েছিল তারপরও এই প্রার্থী নিজের ছবি ব্যবহার করে প্রচার চালাচ্ছে। এখানেই শেষ নয় শামসুর আলমের বিরুদ্ধেই রয়েছে একাধিক গুরুতর অভিযোগ। দুর্নীতি ছাড়াও বিরোধীদের মনোনয়নপত্র জমা না করতে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তাই এমন কাজ করার পিছনে আসল দায়ী কে? এই সন্দেহের তালিকায় যেমন রয়েছে বিরোধীদলেরা.।ঠিক ততখানি সেই তালিকায় রয়েছে তার নিজের দল।

সেই অভিযোগকে গুরুত্ব না দিয়ে এই প্রসঙ্গে জেলা সদর সভাপতি কল্যাণ ঘোষ বলেন, ‘প্রার্থী পরিচিতির জন্য উনি ছবি ব্যবহার করেছেন। এছাড়া অন্য কোনও ক্ষেত্রে ছবি ব্যবহার করা যাবে না।’

Byte0! 26-0;34 sada gari

অন্যদিকে সদর সভাপতির অভিযোগকে উড়িয়ে দিয়ে বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই দাবি করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরাই রাতের অন্ধকারে তাঁদের দলের প্রার্থীর দেওয়াল লিখনে চোর লিখে দিচ্ছে। চোরকে চোর ছাড়া আর কি লিখবে!

Byte0;00-0;16 tilok


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *