পঞ্চায়েত ভোটের আগে শাসকদলের বিতর্কিত চিত্র।
টাকা বিলি করছে তৃণমূল।
গ্রামের প্রায় শতাধিক গ্রামবাসীদের জড়ো করে টাকা বিলি তৃণমূলের।
জেলা পরিষদের প্রার্থী টাকা দিচ্ছে ভোটারদের।
তার বদলে সস্টাঙ্গে প্রণাম মিলছে ভোটারদের কাছ থেকে
তবে
কেন দেয়া হচ্ছে এই টাকা, ?
তার বদলে কেনই বা প্রণাম করছে এই ভোটাররা?
ঠিক কি চলছে এখানে?
দেখুন ভাইরাল সেই ভিডিও ।
তবে কি পঞ্চায়েত ভোটের আগে
ভোট কেনা চলছে?
পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে বিতর্কের যেন নেই কোন অন্ত । বিরোধীশূন্য করতে জোর জুলুমের পর, এবার দেখা গেল এক অন্যরকম চিত্র। পঞ্চায়েত ভোটের আগে ভোটারদেরকে টাকা বিলি করছে তৃণমূল । জানা যায় জলপাইগুড়ি জেলা পরিষদের প্রার্থী দীনেশ মজুমদার এদিন সকাল থেকেই টাকা বিলি করা শুরু করেন। গ্রামের বিভিন্ন মানুষদের ডেকে এদিন টাকা বিলি করা হয়। আর তার পরিবর্তেই প্রণাম করে গ্রামবাসীরা। বর্তমানে সেই ভিডিওই এখন হয়েছে ভাইরাল
Byte video viral
ভিডিওতে দেখা যাচ্ছে টাকা বিলি করা হচ্ছে ভোটারদের মধ্যে । এবং টাকা নিয়ে পা ধরে প্রণাম করছেন পার্থী।
এভাবেই একের পর এক ঘটনা ঘটছে।
অন্যদিকে ভিডিও ভাইরাল হতেই স্বাভাবিকভাবে অস্বস্তিতে শাসকদল। জেলা পরিষদের ৬নাম্বারের প্রার্থী দীনেশ মজুমদারের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করতে টাকা দিয়ে পা ধরে প্রণাম করে ভোট চাবার অভিযোগ করেছে বিরোধীরা।
0;16-0;33 bjp
এদিকে দীনেশ মজুমদারের বিরুদ্ধে এমন অভিযোগ উঠতেই একাধিক অজুহাত খাড়া করেন তিনি
0;15+1:01 neel
Leave a Reply