পুলিশ কোন কাজের না। তৃণমূলের কর্মীরা খুন হয়ে যাচ্ছে সামলাতে পারছে না। সেই পুলিশের প্রশংসা করছে মমতা বন্দ্যোপাধ্যায়।”এগরায় থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি ও মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।
Byte0;38-1:12
শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার এগরার জেড়থান অঞ্চলে জনসংযোগ কর্মসূচি করেন দিলীপ ঘোষ। এখানে সাংবাদিকদের মুখোমুখি রাজ্য সরকার একের পর ইস্যু নিয়ে এক নিয়ে কটাক্ষ করেন দিলীপের ঘোষ।
রাজা একাধিক মামলা নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খাচ্ছে রাজ্য এই দিন এই নিয়ে ক টাকা করতে ছাড়েনি দিলীপ ঘোষ
Byte 0:00-0:32
এখানেই শেষ নয় তিনি বলেন, “চুরি করে জেতার চেষ্টা করছে রাজ্য সরকার। রোজ থাপ্পড় খাচ্ছে তাও চেতনা হয়নি। মুখ্যমন্ত্রী নিজেই চুরিকে মদত দিচ্ছেন।
উলুবেড়িয়াতে সিপিএমের বেশ কিছু প্রার্থী বিডিও অফিসে নমিনেশন করেছিলেন। তোদের স্কুটিনিও হয়েছিল। পরবর্তীকাল নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে তাদের নামের তালিকা উঠে যায়। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “পঞ্চায়েতের মনোনয়ন নিয়ে বিডিও অফিসেও দু’নম্বরি হচ্ছে। চোরের রাজত্ব চলছে। কাকে বিশ্বাস করব। সরকারি অফিসে তো বিশ্বাস করা যাচ্ছে না।”
Byte
গোটা রাজ্যে পঞ্চায়েত ভোটের আগের একাধিক ঘটনা কে হাতিয়ার করেই এইদিন শাসকদলকে একহাত নেন তিনি। প্রশ্ন তোলেন মতো বন্দোপাধ্যায়ের ভূমিকা র ওপর। সাথে সাথেই আশঙ্কা প্রকাশ করেন আসন্ন নির্বাচন নিয়ে।
Leave a Reply