Messi

মেসির জন্মদিনে এলাহি আয়োজন চা বিক্রেতার

৩৬ পাউন্ডের কেক, পাঁচ রকম ভাজা, পায়েস।

মেসি যেন তার ঘরের ছেলে

যতখানি তিনি ভালোবাসেন ফুটবলকে ঠিক ততখানি ভালবাসেন মেসিকে

একা হাতে গোটা এলাকার সাজিয়ে তুলেছেন তিনি

আজ ঈশ্বরের দিন

মেসির জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে তৃতীয় লিঙ্গদের সম্মান প্রদান

মেসির এই ভক্ত কে দেখলে অবাক হবেন বৈ কি!

 

ভক্ত তো অনেকেই হয়। তবে এনার মতো ভক্ত খুব কমই আছে এই দুনিয়ায় । আজ লিওনেল মেসির জন্মদিন।আর তার জন্মদিন উপলক্ষে এলাহী আয়োজন করেছেন চা বিক্রেতা শিবে পাত্র।৩৬ পাউন্ডের কেক থেকে শুরু করে পাঁচ রকম ভাজা তরকারি পায়েস কি নেই আয়োজনে। নিজের বাড়ি থেকে শুরু করে গোটা এলাকা আর্জেন্টিনার পতাকা দিয়ে ফেলেছেন এই মেসি ভক্ত ক্লাব । জানো এক উদযাপন। উত্তর ২৪ পরগনার ইছাপুর নবাবগঞ্জের এই মেসি ফ্যানকে দেখলে অবাক হবেন আপনি

Byte-0;0-37

 

মেসি ভক্ত অনেকেই হয় তবে কেন তিনি বিশেষ !শুনুন তবে.।আসলে নিতান্তই মধ্যবিত্তের জীবন যাপন করেন তিনি। চালান এক চায়ের দোকান । সারা বছর সেই উপার্জিত অর্থই সঞ্চয় করেন । প্রত্যেক বছরই তার ঈশ্বর অর্থাৎ মেসির জন্মদিনে কিছু না কিছু আয়োজন করেই থাকেন শিবে বাবু। তবে এ বছর বিশেষ কারণ। এ বছরই বিশ্বকাপে সেরা সেরা শিরপা পেয়েছে লিওনেল মেসি। একি কম গর্বের তার কাছে! তাই আয়োজনও হয়েছে এবার বিশেষ।

0;00+0;25 kaka

 

নিজের কস্টাজিত টাকা দিয়েই স্থাপন করেছেন মেসির মূর্তি। আর সেই মূর্তিকে সামনে রেখেই চলে এদিনের সেলিব্রেশন। সকালে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হলেও, পরবর্তীতে এলাকার কয়েকশো কচিকাঁচাদের হাতে বিশেষ উপহার তুলে দেওয়া হয়। সংবর্ধনা দেওয়া হয় মেসির বিশেষ ভক্তদেরও। শুধু তাই নয় এদিন বিশেষ আকর্ষণ হিসেবে সম্মানিত করা হয় তৃতীয় লিঙ্গের মেসি ভক্তদেরও। আর্থিকভাবে পিছিয়ে পরা খেলোয়ারদের হাতে তুলে দেওয়া হয় জার্সি, ফুটবল। এছাড়াও সকলের জন্যই ছিল মেসির জন্মদিনে খাওয়ার বন্দোবস্ত। মেসির জন্মদিন কে সামনে রেখে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের সাহায্যার্থেও কাজ করে থাকেন মেসি ফ্যান ক্লাবের সদস্যরা। সব মিলিয়ে এদিন ইছাপুরে প্রায় বারোশো মানুষের উপস্থিতিতে বিশ্বকাপ জয়ের থিমে পালিত হল আর্জেন্টিনা তারকা ফুটবলার লিওনেল মেসির জন্মদিন।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *