Chele

চার বছর বয়স
দুধের দাঁত এখনো পড়েনি
মুখে এখনো আধো আধো কথা
সদ্য শিখেছে সে বর্ণমালা
অ আ বললেই পায় বড়দের সাবাসি
তবে এই একরত্তিকে যতখানি স্বাভাবিক ভাবছেন
ততখানি স্বাভাবিক সে মোটেই নয়
হ্যাঁ দেখতে হয়ত আর পাঁচটা স্বাভাবিক শিশুর মতনই
ছোট ছোট দুই হাত ,নিষ্পাপ মুখ
তবে তার রয়েছে এক অন্য প্রতিভা।
যে বসে ছেলেমেয়েরা অ থেকে ও বলতে  সময় নেয়   সেখানে সে পারে উল্টো দিক থেকে বলতে

দত্তপুকুরের বিস্ময় বালক ।দত্তপুকুরের ছোট্ট সানু  কংসবনি। বয়স মাত্র চার । সবার সে ছাত্র। তবে এখনো স্কুলের গণ্ডিতে যাইনি সে । পার্শ্ববর্তী এক অঙ্গনওয়াড়ি তার স্কুল। আর মায়ের কাছেই শিখেছে সে জীবনের প্রথম শিক্ষা।  মায়ের দৌলতে কয়েকদিনের মধ্যেই রপ্ত করে ফেলেছে অ-আ-ক-খ থেকে এক থেকে দশ । তবে শুধু এটুকুই রপ্ত করেনি সে।
১০ থেকে ১ আবার  ঔ থেকে অ বলতে পারে সে অনায়াসে। যা শুনলে খানিক অবাক হবেন আপনি
Byte
ছোট শানুকে দেখে প্রথম প্রথম অবাক হতো অনেকেই অবাক হতো স্বয়ং তার নিজের বাবা-মা । ছেলে সমবয়সী আর পাঁচটা ছেলে থেকে আলাদা একথা মেনে নিতে খানিক দ্বিধাবোধ করছিলেন বাবা মা। তবে ক্রমেই তারা বুঝতে পারেন ছেলে ব্যতিক্রমী । সে পারে অনেক কিছুই। সাধারণত কেউ এই ভাবে বলে না, তাহলে শানু শিখল কোথা থেকে! শানুর মা জানান,  সে নিজে নিজেই অক্ষর চিনে বইয়ের পেছন দিক থেকে পড়তে শুরু করে। একা একাই শিখে গিয়েছে উল্টো বলা।
Byte0;03-0;35 maaa
এই ছেলেকে নিয়ে গর্ব করেন বাবা মা। বাবার আদরের মায়ের স্নেহের ছেলে শানু। তাকে নিয়েই পরিবারের যত ভাবনা। তবে ছেলে বড় হয়ে বড় কিছু হবে এই নিয়ে যথেষ্ট আশাবাদী শানুর বাবা মা।
1;50-2:16 maa


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *