Dedar

দেদার হুমকি ,শাঁসানো

কে সহ্য করবে এসব!

অনেক হয়েছে আর নয়।

অগ্রিম টাকা নেবার পরও বিজেপির হয়ে দেওয়াল লিখতে গেল না শিল্পীরা।

হাজার ডাকার পরও এলোনা শিল্পীরা।

নিজেদের প্রচার করতে নিজেরাই দেওয়াল লিখছেন বিজেপি প্রার্থীরা ।

শাসকদলের চাপেই এলেন না শিল্পীরা

দাবি বিজেপির

 

পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজ্যের শাসকদলের একাধিক বিতর্কিত চিত্র উঠে এসেছে ক্যামেরা সামনে। মনোনয়নপত্র জমা করার সময় শাসক দল বর্বরতা দেখাচ্ছে এমন অভিযোগ বিরোধীরাই তুলেছে বারংবার।তাদের দাবি কখনো জোর করে বন্ধ করে দেয়া হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়া কখনো মারধর করে মনোনয়নপত্র তুলে নিতে বলছে তৃণমূল । এই চিত্র যেন চোখে সয়ে গেছে রাজ্যবাসীর তবে যেমনটা জানা যাচ্ছে দেওয়াল লিখন নিয়ে ও নাকি জোর জুলুম চালাচ্ছে তৃণমূল । আর তাতেই হল হিতে বিপরীত। শিল্পীদের হুমকি দিতেই দেওয়াল লিখতে এলো না শিল্পীরা। , অগ্রিম টাকা দেওয়া থাকলেও দেয়ালে পড়লো না তুলির টান।

 

Byte0;19-1;02 kalo

পঞ্চায়েত নির্বাচনের আবহে এমনই অভিযোগ তুললেন বর্ধমান ১নম্বর ব্লকের রায়ান গ্রাম পঞ্চায়েতের তিন বিজেপি প্রার্থী।তার দাবি শিল্পীরা না আসায় নিজেরাই দেওয়াল লিখেছেন শাসকদলের প্রার্থীরা।

তবে এমন ঘটনার কথা অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের দাবি ভোটের বাজারে হাওয়া গরম করতেই মিথ্যা অভিযোগ করছেন বিজেপি প্রার্থী।

Byte0:27-0;35nell

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *