Debtal

বর্ধমানে ডেন্টাল কলেজে চুরি ১১টি এসির তার

রাতবিরেতে চুরি

ব্যাস

এসি নেই হাসপাতালে

এসি নেই ওটিতে ও

এসি ছারাই চলছে ঝুঁকিপূর্ণ অপরেশন

জীবন নিয়ে খেলা

হাসপাতাল কর্তৃপক্ষর ওপর প্রশ্ন

 

কখনো ডাক্তারি সামগ্রী তো কখনো হাসপাতাল কর্তৃপক্ষের অন্য কোন জিনিস .।দেদার চুরি হচ্ছে হাসপাতালের ভেতর। চোর যাতে ধরা না পড়ে তাই টেনে ছিঁড়ে দেয়া হচ্ছে সিসিটিভি ক্যামেরার তার। দিনের পর দিন ঘটেই চলেছে এমন ঘটনা। বর্তমানে সেই চুরির সমস্ত রেকর্ড ছাপিয়ে গেল এই চুরি।রাতবিরেতে হাসপাতালের এসি থেকে খুলে নেয়া হলো তার। একই হাসপাতালের ১১ টি এসি থেকে তার চুরি। আজব ঘটনা বর্ধমান ডেন্টাল কলেজে

Byte-0;09-0;30 mohila

এসির তার চুরি !সত্যিই অবাক করার মতো ..।যথারীতিথারীতি একই হাসপাতালের এতগুলো এসির তার চুরি হওয়ার পরেই বিপদে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তার মধ্যে একাধিক তার হাসপাতালের ওটির। এই তার চুরি হতেই সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে ওটির বাতানুকূল যন্ত্র । যার ফলে অপারেশন তো হচ্ছে তবে তা সম্পূর্ণ গরমে । রোগীর জীবন বিপন্ন করেই চলছে অপারেশন।

অপারেশন করার সময় ঠান্ডা পরিবেশ হওয়া দরকার। অথচ অপরেশন ঘরে সেই জায়গা থেকে জীবনের ঝুঁকি নিয়ে ছুরি কাঁচি চালাতে হচ্ছে ডাক্তারদের।

 

Byte 0;00-0;41

হাসপাতালের জুনিয়র ডাক্তার দের অভিযোগ

, চুরি হবার ঘটনা প্রতি নিহত ঘটেই যাচ্ছে । তারা অভিযোগ জানানো সত্ত্বেও প্রতিদিন এইভাবে চুরির ঘটনা ঘটে চলেছে, তারা আরো জানাচ্ছেন সিসি ক্যামেরা পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে এবং সমস্ত তার ছিড়ে দেওয়া হচ্ছে, যাতে কোন রকম ধরা না পড়ে সেই জায়গা থেকে আরো কড়া নিরাপত্তার দাবি করছেন জুনিয়র ডাক্তাররা।

এখনও পর্যন্ত কারা এমন কাজ করছে এবং কেন করছে সেই সংক্রান্ত কোন তথ্য মেলেনি।

Byte-1;19-1;42

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *