ফের ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের ছক
একাধিক ভারতীয় গরুকে বর্ডার পের করে দেওয়ার ছক
কাঁটাতারের ওপারে নিয়ে যাওয়ার জন্য ভোররাতে সীমান্তে
বিএসএফের চোখে ফাঁকি দিতে সুকৌশল
সফল হতে বিএসএফকে দেখেই দেদার বোমা
পাচারকারীদের বাগে আনতে পাল্টা ফায়ারিং বিএসএফের গুলিতেই গুরুতর আহত পাচারকারী একদল পাচারকারী বিএসএফের ঘেরাটোপে
কয়েক দিন আগেই মেখলিগঞ্জে গরু পাচার করবার সময় বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছিল এক গরু পাচারকারীর তারপর মাঝে কিছুদিন ফের শুক্রবার রাতে ভারত বাংলাদেশ সীমান্তে একদল ব্যক্তি ভারতীয় গরু বাংলাদেশের পাচার করবার ছক কষে ছিল।শুক্রবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে ধানতলা থানার ভারত বাংলাদেশ সীমান্তে।
। বিএসএফ সূত্রে খবর, শুক্রবার ভোর রাতে ধানতলা থানার দত্তফুলিয়ায় ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের আট নম্বর ব্যাটালিয়ন টহল দেওয়ার সময় খেয়াল করে অন্ধকারে একদল লোক সাথে একাধিক চার পেয়ে কোন পশু নিয়ে বর্ডার পার করবার চেষ্টা করছে। বিএসএফ এর বুঝতে বেশি সময় লাগেনি যে আদতে সেখানে গরু পাচার চলছে। ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা করছে দুষ্কৃতীরা।
Byte – whole
বিএসএফের জওয়ানরা গরুপাচারকারীদের আটকাতে গেলে গরু পাচারকারীরা বিএসএফ কে লক্ষ করে বোমা ছোড়ে। আর এর পরই বিএসএফের তরফে পাচারকারীদের লক্ষ করে লাইট ফায়ারিং করা হয়। কয়েক দফা সংঘাত চলে তাদের মধ্যে। এই ঘটনায় আহত হয়েছে এক গরু পাচারকারী। উদ্ধার হয়েছে বেশ কয়েকটি গরু। আহত গরু পাচারকারীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply