নিজে প্রার্থী হয়ে ভিন্ন দলের দেওয়াল লিখছেন এই পঞ্চায়েত প্রার্থী
নিজের প্রচার এর আগে বিরোধী দলের প্রচার করেন তিনি
তাদের হয়ে লেখেন দেয়াল
তার হাতের জাদু পছন্দ প্রত্যেকটি রাজনৈতিক দলের
এই এলাকায় তিনি ছাড়া শুরু হয় না
বিরোধীদলের দেওয়াল লিখন
অথচ তিনি আবার বিরোধী প্রার্থী
আজব কান্ড জয়নগরে !
তার নীতি ভিন্ন ,দৃষ্টিভঙ্গিও ভিন্ন ,।নির্দিষ্ট একটি দল থেকেই প্রত্যেক বছর তিনি দাঁড়িয়েছে ভোটের লড়াবার জন্য । তবে শুরুতেই করতে হয়েছে ভিন্ন দলের হয়ে প্রচার । তাদের হয়ে দেওয়াল লিখন বছরের পর বছর ধরে। এই প্রার্থী নিজের প্রচারের আগে অন্য দলের প্রচার করেন । কি অবাক হচ্ছেন??
তবে এমনটাই যে সত্যি ।
যা মেনে নিতে হবেই আপনাকে।
দক্ষিণ 24 পরগনার জয়নগর এক সময় এখানে শাসক দল ,বিজেপি ,সিপিএমের মতন সক্রিয় দল ছিল এস ইউ সি আই । তবে শাসকদলের আমলে এই দল সেই অর্থে আর সক্রিয় রাজনৈতিক দল হিসেবে নিজেদের ধরে রাখতে পারিনি । তবে তারপরও এই চিহ্নে দাঁড়ান এই ব্যক্তি । এ বছরও তার ব্যতিক্রম হয়নি । মনোনয়ন পত্র জমা দেয়ার পর ইতিমধ্যেই শুরু হয়েছে ভোটের প্রচার। শুরু হয়েছে দেয়াল লিখন ,সেই দেয়াল লিখনেই দেখা গেল এই প্রার্থীকে। তাও আবার অন্য দলের হয়ে দেয়াল লিখন করতে । এমনই নাকি প্রত্যেক বছর করেন তিনি। কিন্তু কেন ?আদতে ইনি একজন দুর্দান্ত শিল্পী । বিভিন্ন দলের হয়ে দেওয়াল লিখন করে আসছে তিনি বছরের পর বছর ।
0;00-0;27 pink
নিজের রাজনৈতিক মতাদর্শকে পিছনে ফেলে নিজের প্রচারের আগে অন্য দলের হয়ে দেয়াল লিখন করেন জয়নগরের শিবুরাম দাস।
0;04-0;32 lok neel
কালক্রমে রাজ্যের বেশ কিছু জায়গায় নোমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রর হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত। সেই দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসাতে এই ব্যক্তিরর কাজ কার্যত সাড়া ফেলে দিয়েছে।
যথারীতি বিভিন্ন মহলে এই নিয়ে কানাঘুষো কথাও শোনা যায়। যদিও তাতে গুরুত্ব দিতে নারাজ , তিনি।
পেটে ভাত জোগাতে করতেই হবে। এতেই তো চলছে সংসার । চাইলেও বন্ধ করতে পারব না ।
0;17-0;27
শিবুরাম বাবুর মতে আসলে শিল্পীর রঙ থাকতে পারে কিন্তু শিল্পের যে হয়না। সত্যি বর্তমান রাজনীতির ময়দানে তিনি ব্যতিক্রম।
।
Leave a Reply