Utttar

উত্তর 24 পরগনায় এবার নাটু জুটি

জুনিয়র এন টি আর এবং রামচরণ এবার উত্তর ২৪ পরগনায়

কলকাতার বুকে অস্কারজয়ী ২ অভিনেতা

কলকাতাবাসীর কাছে বড় প্রাপ্তি

দুই অভিনেতা কে দেখতে পেয়েই চলল সেলফি ,ছবির ঝড়

তবে কবে এলেন কলকাতায় তারা?

আর কি কি বা হল?

জানুন বিস্তারিত

 

দক্ষিণ ভারতীয় সিনেমার অত্যন্ত পরিচিত দুই মুখ জুনিয়র এনটিআর এবং রামচরণ ।বর্তমানে ভারত পেরিয়ে তাদের সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বের দরবারে। দক্ষিণী সিনেমা আর আর আর এর অস্কারজয়ী গান নাটু নাটু ইতিমধ্যেই বিপুল পরিমাণের জনপ্রিয়তা লাভ করেছে। যে গানের তালে কোমর দুলিয়েছে ভারত তথা গোটা বিশ্ব। কেউ গানের প্রকৃত অর্থ বুঝেই মেতেছেন আবার কেউ শুধুমাত্র ছন্দে পা মিলিয়েছেন তবে তা যাই হোক বর্তমানে এই গান বিভিন্ন প্রজন্মের কাছে অন্যতম আকর্ষণ এবার সেই জগত বিখ্যাত অভিনেতারাই উত্তর 24 পরগনায়। তবে আপনি নিশ্চয়ই ভাবছেন বঙ্গে কবে এলো দুই তারকা! আর কবেই বা গেলেন ?আসলে বিষয়টা খানিক অন্যরকম। উত্তর ২৪ পরগনার বিখ্যাত শিল্পী সুবিমল দাস তার হাতেই তৈরি হয়েছে রামচরণ এবং জুনিয়র এন টি আর এর দুই সিলিকনের মূর্তি। অবিকল তাদেরই মত সেই চোখ ,সেই নাক ,সেই মুখ সেই শারীরিক গঠন। সেই মূর্তির গায়ে হাত দিলে বোঝা দায় এই আদতে নকল।

Byte

অত্যন্ত সূক্ষ্ম হাতের কাজ, সুনিপুণ ভাবে গড়ে তুলেছেন দুই মূর্তি। সুবিমল বাবুর কারখানাতেই গড়ে উঠেছে এই দুই মূর্তি। কারখানায় কর্মরত সিলিকন শিল্পীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিগত প্রায় একমাস ধরে বিভিন্ন ধাপে ধাপে তৈরি করা হয়েছে এই অভিনেতাদের সিলিকনের মূর্তি। প্রথমে মাটি দিয়ে পোর্ট্রেট করে তারপর মোল্ড করার পর অবশেষে সিলিকন দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে অভিনেতা জুনিয়র এনটিআর এবং রামচরনের মুখমণ্ডল হাত সহ গোটা শরীর।

 

Byte

 

 

জানা গিয়েছে হরিদ্বারের কোন এক মিউজিয়ামে স্থান পাবে নাটু নাটু খ্যাত এই দুই অভিনেতার সিলিকনের মূর্তি। আর তাই সুবিমল বাবুর কারখানায় তৈরি হয়েছে বিখ্যাত দুই অভিনেতা জুনিয়র এনটিআর এবং রামচরণের সিলিকনের এই মূর্তি। আর মাত্র কিছুদিনের মধ্যেই ওই মিউজিয়ামে গিয়ে চাক্ষুষ করতে পারবেন দেশ এমনকি বিদেশেরও মানুষজন।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *