Kotha

কথা কিছু কিছু বুঝে নিতে হয় সে তো মুখে বলা যায় না। ভোট প্রচার করতে এসে এই মন্ত্র ই কাজে লাগালো তৃণমূল প্রার্থী

আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন

ভোট দিন আমায়।

হাতে প্ল্যাকার্ড নিয়ে মানুষের দরজায় দরজায় হাজির নেতা

তবে মুখ থেকে টুঁ শব্দটি করছেন না তিনি

বরঞ্চ তার হয়ে ভোট চাইছে দলের বাকি কর্মীরা

কি কান্ড!

রাতারাতি বোবা হয়ে গেলেন নাকি প্রার্থী?

তৃণমূল প্রার্থীর এহেন কাণ্ড দেখে অবাক হবেন

 

আসন্ন পঞ্চায়েত ভোটের আগে ভোট চাওয়ার এইতো আদর্শ সময়, সেই মর্মে ইতিমধ্যেই শুরু হয়েছে দেওয়াল লিখন ,পোস্টার পড়া । তার সাথে সাথেই দুয়ারে দুয়ারে গিয়ে মানুষের কাছে অনুরোধ ,ভোট চাওয়া । নদীয়ায় বছর ৪৩ এর নবদ্বীপ বিধানসভার গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল প্রার্থী তরুণ সাহা, এবার ভোট চাওয়ার অভিনব পদ্ধতি তিনি বোধহয় আবিষ্কার করলেন। ভোট প্রচার করতে যাচ্ছেন তিনি, সঙ্গে তলের কর্মীরা তবে গাল ভরা হাসি আর কর জোর করলেও মুখ থেকে করছেন না টুঁ শব্দ। শুধু রয়েছে হাতে এক পোস্টার যেখানে লেখা আমায় ভোট দিন। এই কান্ড দেখে দরজা খুলতেই অবাক হচ্ছেন অনেকেই ,তার চেয়ে অবাক হচ্ছেন পোস্টারে লেখা পড়তে। যেখানে বড় বড় যুক্তাক্ষরে লেখা আজ বৃহস্পতিবার আমার মৌনব্রত।

 

 

135 নম্বর বুথে তৃণমূল প্রার্থীর কার্যত বিপদে পড়েছেন। ৪৩ বছরের জীবনে প্রতি বৃহস্পতিবারই তিনি পালন করছেন মৌনব্রত। এবার বৃহস্পতিবার পড়েছে প্রচারের দিন । ব্যস বিপদে পড়ে গিয়েছেন তিনি। তাই প্লাকার্ড নিয়েই বেরতে হয়েছে ,প্রচার করতে তবে এক্ষেত্রে দলের বাকি কর্মীদের অবদান সত্যি অনস্বীকার্য ।নেতার রয়েছে মৌনব্রত দলের বাকিদের তো আর নেই তারাও নেতার হয়ে চাইছেন ভোট। দিদির বিভিন্ন প্রকল্প কে সামনে রেখেই উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি এ কথা বলছে দলের বাকি কর্মীরা।

Byte0;36-0;47

 

“বৃহস্পতিবার মৌনব্রত নিয়ে প্রচারে বেরিয়েছি আপনাদের আশীর্বাদই একমাত্র কাম্য জোড়া ফুল চিহ্নে ভোট দিন”। এভাবেই প্রচারের একটি দিনও নষ্ট না করে তরুণ সাহা বৃহস্পতিবার মৌনব্রত নিয়েও মানুষের দরজায় দরজায় যাচ্ছেন ভোট চাইতে। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *