Kandi

যত কান্ড উত্তর ২৪ পরগণায়

এখানে ভিন্ন পৃথিবী

না, বিরোধী দলদের মারামারি না কাটাকাটি

পারলে একে অপরকে ভালোবেসে জড়িয়ে ধরেন তারা

গোলাপ নিন ফোন নাম্বার নিন এর পর এবার অশোকনগরের বিধায়কের অদ্ভুত সৌজন্যবোধ

ভোটের আগেই বিরোধী দলের বাড়িতে পৌঁছে যাচ্ছেন তিনি

সঙ্গে মিষ্টি আবার ফুল ও

আজব কান্ড

ঠিক কি চান তিনি!

তার কান্ড দেখে এমনই প্রশ্ন জাগছে সাধারণ মানুষের সবই কি সম্প্রতি নাকি

 

রয়েছে অন্য কোনো কারণ

 

পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে ভাঙ্গর সহ একাধিক স্থান যখন উত্তপ্ত। ঠিক সেই মুহূর্তেই যেন শান্তির বার্তা দিয়েছিল উত্তর ২৪ পরগনার অশোকনগরের বিধায়ক এবং জেলা পরিষদের প্রার্থী নারায়ণ গোস্বামী ।মনোনয়ন জমা দিতে আসা বিরোধীদলের প্রার্থীদের ফুল দিয়েছিলেন তিনি। এমন কি মনোনয়নপত্র যাতে সুস্থভাবে জমা দিতে আসতে পারেন তারা তার জন্য গাড়ি এবং নিজের ফোন নম্বর দিয়েছিলেন বিরোধীদলের কর্মীদের । জা নিয়ে রীতিমতো সাড়া পড়ে গিয়েছিল সাধারণের মাঝে। আবারো অদ্ভুত ঘটনা ঘটিয়ে বসলেন তিনি । ভোটের আগেই ফুলের তোড়া মিষ্টি নিয়ে বিরোধী প্রার্থীদের বাড়িতে পৌঁছে যাচ্ছেন তিনি। এইদিন সিপিএম প্রার্থী চন্দন কুমার ঘোষের বাড়ি এবং বিজেপির ২৫ নম্বর প্রার্থী সোমনাথ দাসের বাড়িতে ফুল এবং মিষ্টি নিয়ে যান তিনি।

Byte0;00-0;33 —-1;59

 

বাড়ি বয়ে মিষ্টি এবং ফুল আনতেই কার্যত অবাক হয়ে যান বিরোধী দলের নেতারাও। এমন সৌজন্যবোধ সত্যিই আগে দেখেনি তারা। তাই শাসকদলের অন্য কর্মীরা যখন দাঙ্গায় ব্যস্ত তখন শাসকদলের এই কর্মীর এই হেন ব্যবহার কিছুতেই যেন স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না তারা। যার ফল স্বরূপ এদিন দত্তপুকুরের বাসিন্দা চন্দন কুমার ঘোষের বাড়িতে ফুল মিষ্টি নিয়ে গেলে তিনি তা গ্রহণ করেন। অথচ বিজেপি প্রার্থী সোমনাথ দাস ফুলের তোরা গ্রহণ করলেও মিষ্টি গ্রহণ করেননি।

 

। কারণ হিসাবে জানান, তার বাড়িতে আক্রমণ হয়েছিল এক সময়, বর্তমানে পরিস্থিতি কিছুটা বদলালেও,এখনো বিরোধীদের উপর আক্রমণ বন্ধ হয়নি। তাই তিনি মিষ্টি নেয়নি।

Byte0;00-0;28 — sada 1;17

তবে নারায়ন বাবুর এহেন ব্যবহার এর পর সোমনাথ জানান নির্বাচনের হার বা জিত যাই হোক তিনি নিজে নারায়ন বাবুর বাড়িতে যাবেন ফলাফলের পরে ফুল মিষ্টি নিয়ে ।

Byte-0;00-0;24 —-0;51 sada

অন্যদিকে এই নিয়ে নারায়ণ বাবুর বক্তব্য —

1;00-1;25—- holud

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে যেখানে হিংসা হানাহানি রক্তক্ষয় সেখানে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের ২৫ নম্বর তৃণমূল কংগ্রেস প্রার্থী নারায়ণ গোস্বামী বিরোধী প্রার্থীদের বাড়িতে গিয়ে ফুল ও মিষ্টি বিতরণ করা রাজনীতির ইতিহাসে একটা আলাদা মাত্রা যোগ করেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *