Abasan

আবাসনে ঘুরে বেড়াচ্ছে আস্ত সাপ

একা আধটা নয়

একসাথে ছয় সাতটি সাপ ঘুরে বেড়াচ্ছে যতত্রত

কিছু সাংঘাতিক বিষাক্ত তো

কিছু দেখলেই আঁতকে উঠবেন আপনি

বর্ষাকাল পড়তেই সরকারি হাসপাতালের ভেতর দুর্দশার চিত্র।

সাপের আতঙ্কে জীবন যেরবার ছাত্রীদের

একসাথে এতগুলো সাপ এলো কোথা থেকে ?

নিরাপত্তাহীনতায় ভুগছে ছাত্রীরা।

 

 

সরকারী নার্সিংহোমের ভেতরেই ঘুরে বেড়াচ্ছে সাপ। একসাথেই 6,7 টি সাপ জলপাইগুড়ি সরকারি নার্সিং ট্রেনিং সেন্টারে। হাল দেখলে অবাক হয়ে যাবেন আপনি। সরকারি নার্সিং ট্রেনিং সেন্টার ,বিভিন্ন জেলা থেকে ছাত্রীরা এখানে আসেন পড়াশোনা করতে। স্বাভাবিকভাবেই সেই চত্বরের স্বাস্থ্য ,সুরক্ষা বজায় রাখার দায়িত্ব কর্তৃপক্ষের। অথচ দেখা গেল বর্ষাকাল পড়তেই ট্রেনিং সেন্টারে যত ত্রত সাপের উপদ্রব। বর্ষাকাল পড়তেই লাগাতার বৃষ্টির জেরে চারিদিক জলমগ্ন হতেই ,ফার্মেসি সংলগ্ন আবাসনে সাপ দেখা দিয়ে শুরু করে। ফলেই আতঙ্কিত হয়ে পড়েন ছাত্রীরা।

Byte0:11-0;28 chatri

এই ঘটনার পরই এক স্বেচ্ছাসেবী সংগঠনকে ডাকা হয়। ফোন পেয়ে তারা ছুটে আসলেও সাপের খোঁজ পাওয়া যায় না।বেশ কিছুক্ষণ সময়ে হস্টেলের ভিতরে খোঁজাখুঁজি করলেও সাপের দেখা মেলেনি বলেই দাবি।

0:00-0:24lok

 

তারা জানান বহুক্ষন খোঁজাখুঁজির পরেও সেই অর্থে পাওয়া যায়নি কিছু ই। ফলে এখন পর্যন্ত সাপের আতঙ্কে কাঁপছেন ফার্মেসী কলেজের ছাত্রী রা।

0:27-0;48chatri


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *