সোনার থেকেও বেশি দামি।
আন্তর্জাতিক বাজার মূল্য ২ লক্ষ টাকা
এক একটির ওজন ৫০০ গ্রাম
জাপানি মিয়াযাকি এবার প্রবীর বাবুর টবে
বাড়ির ছাদে ফলছে বিশ্বের সবচেয়ে দামি আম
গোবর সার দিয়েই তৈরি এই আম
জাপানের মিয়াযাকি এবার বাংলায়
বিশ্বের সবচেয়ে দামি আম যা সোনার চেয়েও দামি। আন্তর্জাতিক বাজারে প্রায় 2 লক্ষ টাকা দাম এই আমের। বাংলায় সুপরিচিত হিমসাগর ,ল্যাংড়ার, থেকে একেবারে অন্য ধরনের এই আম। যার একেকটির ওজনই প্রায় 500 গ্রাম । সেই বিখ্যাত জাপানের মিয়াজাকি আম এখন প্রবীরবাবুর টবে। টবে মাটি ,মাটির মধ্যে গোবর সার, ব্যাস তার মধ্যেই পুঁতে ফেলেছেন মিয়াজাকির চারা গাছ । বছর ঘুরতে সেই গাছেই ধরেছে মিয়াজাকি আম। জাপানের মিয়াজাকি এখন প্রবীরবাবুর আলু পটল গাছের সমান।
Byte
মালদা শহরের ইংলিশ বাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মালঞ্চ পল্লী এলাকার বাসিন্দা ব্যবসায়ী প্রবীর রঞ্জন দাসের বাড়িতে খোঁজ মিলল জাপানি আম মিয়াজাকির।
পশ্চিমবঙ্গের আবহাওয়াতেও জাপানি মিয়াজাকি আম চাষ যে সম্ভব তার উদাহরণ প্রবীর রঞ্জন দাসের বাড়িতে বেড়ে ওঠা এই মিয়াজাকি আম। বর্তমানে ওই ব্যবসায়ীর বাড়িতে দুটি মিয়াজাকি গাছ রয়েছে। গত বছর ৮০০ টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে একটি চারা গাছ কিনে বাড়ির ছাদে টবে লাগিয়েছিলেন।
Byte
তিনি জানান,এবছর ফলন হয়েছে তিনটি মিয়াজাকি আমের। তার মধ্যে এখনো দুটি রয়েছে গাছে এবং একটি খেয়ে ফেলেছেন। স্বাদ মাখনের মত।এমন স্বাদ কস্মিনকালেও অন্য কোন আমে পাননি তিনি । তবে নিজের বাড়িতে একেবারে ভিন্ন আবহাওয়ায় বিদেশী আম চাষ করে নজির গড়েছেন তিনি।
মিয়াযাকি আম যদি শুধুমাত্র গোবর সারে বৃদ্ধি পায় তাহলে চাষিদের ক্ষেত্রে এই আম বিক্রি হলে লাভবান হবে তারা বলে মনে করছে প্রবীর বাবু। । যদিও তিনি মিয়াজাকি আম বিক্রির উদ্দেশ্যে নয় বাড়িতে সপরিবারে খাবার উদ্দেশ্যেই চাষ করেছেন।
Leave a Reply