Patrol

পেট্রোল পাম্পে পেট্রোল নয়

টাকার বদলে মিলছে জল

পেট্রোলের দামেই বিক্রি হচ্ছে জল

মানুষ জানছে পেট্রোল ই ভরছি

অথচ দু চাকা থেকে চার চাকা

ট্যাংকিবর্তী জল ভরে নিয়ে যাচ্ছে মানুষ।

দিনে রাতে লোক ঠকানো, চরম প্রতারণা

মাঝ রাস্তায় গাড়ি থেমে যেতেই আসল ঘটনা এলো সামনে।

কান্ড দেখলে মাথায় হাত পড়বে আপনার

 

দুর্গাপুরের পর এবার জলপাইগুড়ি । শহর সংলগ্ন পাহাড়পুরের এক পেট্রোল পাম্প। বর্তমানে এই পেট্রোল পাম্প ই বিতর্কের কেন্দ্রবিন্দুতে কারণ মানুষ ঠকানোর হাট বসানো হয়েছে এখানে।এই পেট্রোল পাম্পেই নাকি পেট্রোলের বদলে দেওয়া হচ্ছে জল। অথচ দাম নেয়া হচ্ছে পেট্রোলের ই। বৃহস্পতিবার সকাল থেকেই লোক ঠকানোর ব্যবসা শুরু করেছে পেট্রোল পাম্পের লোকেরা। দুই চাকা হোক কিংবা চারচাকা পেট্রোল ভরতে আসলেই নেয়া হচ্ছে মোটা ঢাকা। তার বদলে দেয়া হচ্ছে না পেট্রোল। চোখে ধুলো দিতে ইঞ্জিনে ঢেলে দেয়া হচ্ছে ওই টাকার পরিমানের জল।

 

Byte

পেট্রোল কিনে গন্তব্যের দিকে রওনা হতেই মাঝ রাস্তায় স্টার্ট বন্ধ হতে থাকে একের পর এক মোটরবাইক ও স্কুটির। তখনই সন্দেহ হয় মানুষের।তারপরেই সকলের নজরে আসে বিষয়টি। বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনায় হইচই পড়ে যায় জলপাইগুড়ির পাহাড়পুর এলাকায়।

 

Byte0;00-0:32 brown

এই ঘটনায় ইতিমধ্যেই পেট্রোল পাম্পের ওপর রেগে লাল গ্রাহকরা।রাগের চোটে চেপে ধরেন পেট্রোল পাম্পের লোকেদের। অনেকেই মোটরবাইকের ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন। এদিন শহরের বিভিন্ন গ‍্যারেজেও ভিড় পড়ে যায়। গ্রাহকরা বলেন, পাহাড়পুর এলাকার ওই পেট্রোল পাম্প থেকে তেল কিনে বাড়ি ফেরার পথে মাঝ রাস্তায় গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়।

Byte

 

অন্যদিকে অভিযোগ পেয়ে পরীক্ষা করে দেখার পর পেট্রোলের সঙ্গে জল মিশে থাকার বিষয়টি স্বীকার করে নিয়েছেন পেট্রোল পাম্প কর্তৃপক্ষ।

Byte:0;00-0;22 chosma

যদিও তাদের দাবি বৃষ্টির কারণেই এমন ঘটনা ঘটেছে তবে তাদের এই অজুহাতকে নেহাতই চোখে ধুলো দেওয়া বলে মনে করছে আমজনতা


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *