বিরোধী দলে দাঁড়াতেই ফের হিংসার শিকার কংগ্রেসের প্রার্থী
প্রার্থীকে না মেরে প্রার্থীর দুই দেওরের উপর হামলা
সিম্বল নিয়ে ফেরার পথেই পথ আটকায় তৃণমূল
তারপরই চড়া হয় তৃণমূলের লোকেরা
বেধরক মারধর করা হয় মহিলা প্রার্থীর ২ দেওর কে
মারতে মারতে অজ্ঞান করে দেয়া হয় তাদের
পঞ্চায়েত ভোটের আগেই উত্তপ্ত বীরভূম
Chitkar korche
প্রার্থীকে না মারতে পেরে প্রার্থীর বাড়ির লোকের ওপর চড়াও । রাস্তায় প্রার্থীদের দাঁড় করিয়ে বেধরক মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জানা যায় বীরভূমের ময়ূরেশ্বর 2 ব্লকের উলকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের দুনাগ্রামে, দু’নম্বর ব্লক থেকে কংগ্রেস প্রার্থী হয়েছেন এক মহিলা । ঘটনার দিন সিম্বল নিতে গিয়েছিলেন তিনি । তার দুই দেওরকে নিয়ে সিম্বল নেওয়ার পর বাড়ি ফিরছিলেন তারা। তার মাঝেই পথ আটকে দাঁড়ায় তৃণমূলের লোকেরা এরপরই তাদের উলকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান তথা এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা সামসোর আলম মোল্লা তার দলের লোকজনদের সঙ্গে নিয়ে কংগ্রেস প্রার্থীর দুই দেওরকে ধরে বেধরক মারধোর করে। এরপর অচেতন হয়ে পড়ে দুজন।
Byte 0;00-0;38 —-1;23
ভোট পূর্ববর্তী হিংসা যেন থামতেই চাইছে না রাজ্যে। রাজনৈতিক দলগুলির ভেতরকার আঁতাত যেন ক্রমশ পরিণত হচ্ছে হিংস্রোতায়। বিরোধী শূন্য করতে মরিয়া তারা ।তাই মানুষের জীবন নিতেও দুবার ভাবছেন না কেউ। রাজ্যে শান্তিপূর্ণ ভোট আদোও সম্ভব কি না তাই নিয়ে যেন থেকেই যাচ্ছে প্রশ্ন।
অন্যদিকে পাল্টা এই নিয়ে সুর চড়িয়েছে কংগ্রেস ও ,
0;38-1;02 punjabi
Leave a Reply