কোলে এক মাসের শিশু।
সবেমাত্র পৃথিবীর আলো দেখেছে সে।
চোখ ফুটতেই দেখছে দৌড়াচ্ছে মা-বাবা।
পালাচ্ছে কোন কিছুর থেকে।
এক মাসের শিশুকে কোলে নিয়ে ঘর ছাড়া বিজেপি দম্পতি।
পঞ্চায়েত ভোটে প্রার্থী হতে চেয়েছিলেন তারা।
মনোনয়নপত্র জমা দেওয়ার পরই বিপদ ঘনিয়ে আসে জীবনে।
নাম কাটাতে ক্রমশ চাপ দিচ্ছে শাসক দল ।
পালিয়ে বাঁচতে চায় দম্পতি,
প্রাণভয়ে গোপন ডেরায় পালিয়ে বিজেপি প্রার্থী।
মনোনয়নপত্র জমা করবার সময় থেকেই রাজ্যের শাসকদলের বিরোধী দল গুলির অভিযোগ মনোনয়নপত্র দাখিল করতে দিচ্ছে না শাসক দল তৃণমূল। কখনো মনোনয়নপত্র জমা করতে যাওয়ার আগেই বিরোধীদের মারধর করা হচ্ছে কখনো আবার মনোনয়নপত্র জমা করবার পর বলপূর্বক নাম কাটাতে বাধ্য করছে তৃণমূল। কখনো হুমকি কখনো আবার গায়ের জোরে বিরোধী শূন্য করতে ভয়ানক রূপ ধারণ করছে শাসক দল, সেই ভয়তেই এক মাসের বাচ্চাকে কোলে নিয়ে ঘর ছাড়া এক দম্পতি বিজেপি প্রার্থী। বর্তমানে তাদের স্থায়ী আশ্রয় ছেড়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে তারা । সালানপুর ব্লকের দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী সুভাষ কিসকু ও সুনীতা কিসকু।
Byte0;00-0! 25 lok
তাদের অভিযোগ তৃণমূল কংগ্রেসের দুস্কৃতিরা মননয়ন পত্র প্রত্যাহার করার জন্য হুমকি দিচ্ছে ও শাঁসিয়ে গেছে।
0;00-0;33 mohila
কোলে এক মাসের সন্তানকে নিয়ে তারা আজ আতঙ্কিত। আসানসোলের গোপন ডেরায় আশ্রয় নিয়েছে ওই দম্পতি প্রার্থী।সদ্যোজাত কে নিয়ে বড় মুশকিলে পড়েছে তারা। তবে মনোনয়ন পত্র তারা তুলতে নারাজ। মনে ভয় থাকলেও তারা এই লড়াই লড়তে চায়।
অন্যদিকে এই সমস্ত অভিযোগ কে নস্যাৎ করেছে তৃনমূল।
Leave a Reply