নিউটাউনে প্রথম
এর আগে যা সিনেমায় দেখেছে বঙ্গবসী
তা এবার বাস্তবে
কলকাতার রাস্তায় চলবে এবার রোবোট
রোবট করে দেবে মানুষের কাজ আরো সহজ
প্রায় ৩৬ লক্ষ টাকা ব্যয় করে
রোবোট কিনল বাংলা
জানুন বিস্তারিত
বর্তমানে প্রযুক্তির যুগে কিনা অসম্ভব! প্রযুক্তি দিয়ে আজ রক্ত মাংসের তৈরি মানুষ বানানোর সম্ভব হচ্ছে।সেক্ষেত্রে রোবট তুচ্ছ। তবে এমন কিছু এর আগে বাংলা কোনদিন দেখেনি। একেবারে অত্যাধুনিক নতুন অভিনব পদ্ধতি যা ব্যবহার করলে মানুষের জীবনযাত্রা হবে আরও সহজ। উন্নত মানের ,স্বাস্থ্য হবে আরো ভালো।কলকাতার রাস্তায় এই রোবোট দেখতেই শত শত মানুষের ভিড়.
0;00-0;26 white shirt
স্মার্ট সিটি নিউ টাউন, সেই শহরেই আরো বেশি পরিমাণ প্রযুক্তি । শুরু হতে চলেছে ম্যানহোল ক্লিনিং রোবট। নিশ্চয়ই ভাবছেন এ আবার কি? আসলে এই ম্যানহোল ক্লিনিং রোবট হচ্ছে এক মেশিন যার কাজ হবে নিকাশি ব্যবস্থাকে পরিষ্কার করা। এটি একটি অত্যাধুনিক যন্ত্র, যার মধ্যে রয়েছে ক্যামেরা, ড্রেনের ভেতরে কোথাও বিষাক্ত গ্যাস আছে কিনা কিংবা কোথায় জমে রয়েছে ময়লা সে সমস্তই খুঁজে বের করতে সক্ষম এই যন্ত্র।। ষ
0:13-1;12 brown
প্রসঙ্গত বহুদিন ধরে নিউটনবাসীদের অভিযোগ এখানকার নিকাশি ব্যবস্থা নিয়ে। সময় অসময় বৃষ্টি বাদলার সময় নিকাশি ব্যবস্থা খারাপ থাকার কারণে জল জমে যায় এলাকায়, যার জন্যই প্রায় ৩৬ লক্ষ টাকা ব্যয় করে এই রোবট কিনতে হয়েছে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথোরিটিকে । ইতিমধ্যেই তিনটি ম্যানহোল ট্রেনিং রোবট কে নিয়ে কাজ করা শুরু হয়েছে
। এই রোবটটি চলবে ছোট জেনারেটর এর মাধ্যমে, বলেও জানান এই প্রোজেক্টের সাথে যুক্ত অরুন,
0;07-0;53 kalo
এন রোবোটিক্স এর তৈরি এই রোবট দেশের ১৯ টি শহরে নিকাশি ব্যবস্থাকে চালু রাখতে ব্যবহার করা হচ্ছে । পশ্চিমবঙ্গে এই রোবটের ব্যবহার নিউটাউনেই প্রথম। আর এই রোবর্ট আসায় নিউটাউন আরও স্মার্ট হবে পাশাপাশি পরিস্কারও থাকবে এলাকা বলে তিনি আশাবাদী।
Leave a Reply