করোমণ্ডল এর
পর আবারো ভয়াবহ ট্রেন দুর্ঘটনা
ইঞ্জিন থেকে এক ধাক্কায় খুলে গেল বগি
দুর্ঘটনার কবলে লোহিত এক্সপ্রেস
গৌহাটি ছেড়ে জম্মু তাওয়াই এর উদ্দেশ্যে যাওয়ার মাঝেই বড় বিপদ
একসাথে দশটি বগি একেবারে ইঞ্জিন চ্যুত
নিমেষের মধ্যেই ঘটে গেল বিপত্তি
কিছু বুঝে উঠবার আগেই সব শেষ
মানুষের সেই আতঙ্কিত ভীতিগ্রস্ত চেহারা দেখলে ঘুমোতে পারবেন না আপনি
করমন্ডল এক্সপ্রেসের পর ফের বাংলায় রেল দুর্ঘটনা। উত্তর দিনাজপুরের ডালখোলা স্টেশনের অদূরে দুর্ঘটনার কবলে পড়লো লোহিত এক্সপ্রেস। ইঞ্জিন চ্যুত ১০ টি বগি। বড় বিপদ।
জানা যায় গৌহাটি ছেড়ে জম্মু তাওয়াই- এর উদ্দেশ্যে রওনা দিয়েছিল ট্রেনটি৷ তারমধ্যে ডালখোলা স্টেশন এবং সূর্যকমল স্টেশনের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে লোহিত এক্সপ্রেস।
স্থানীয় বাসিন্দারা জানান, এদিন ট্রেন টি যাওয়ার পথে হঠাৎই তীব্র শব্দ করে থেমে যায় । তারপরই দেখা যায় ইঞ্জিন আলাদা জায়গায়, ট্রেনের বগি আলাদা জায়গায়। আচমকাই ইঞ্জিন বগি থেকে আলাদা হয়ে পড়ে৷ প্রায় ১০ টি বগি আলাদা হয়ে যায় ইঞ্জিন থেকে। আর এতেই তীব্র আতংক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। এই ঘটনার পর ই কামড়া ছেড়ে পালাতে শুরু করে যাত্রীরা।
Byte
হাওড়া বালেশ্বর , এর পর আবারো বাংলায় দুর্ঘটনার কবলে যাত্রীবাহী রেল। একের পর এক দুর্ঘটনা। বিপদ যেন কাটতেই চাইছে না। কিন্তু প্রশ্ন হল কেন কমছে না দুর্ঘটনা ? কেন করমণ্ডল এর পর ও শিক্ষা হল রেলের?
যাত্রীদের দাবি, কেন্দ্রীয় সরকারের রেল নিয়ে উদাসীনতার কারণেই ট্রেনের রক্ষণাবেক্ষণ সঠিকভাবে হচ্ছে না। প্রায় দিনই প্রাণের ঝুঁকি নিয়ে ট্রেনে সফর করতে হচ্ছে। কিন্তু এভাবে কতদিন? কেন নিরাপত্তা জোরদার করা হচ্ছে না? এদিন এই দুর্ঘটনার এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায় নি। তথাপি রেলের যাত্রীদের নিরাপত্তা জোরদার করার দাবি ক্রমশ জোরালো হচ্ছে
Leave a Reply