Shikhkhok

অদ্ভুত এক শিক্ষক
শিক্ষা দানের পাশাপাশি
বিদ্যালয় তার গুরুদায়িত্ব ছাত্র ছাত্রীদের শৌচালয় পরিষ্কার করা
কখনো শৌচালয় ,কখনো বাগান
নিজের ইচ্ছেতেই এমন কাজ করে বেড়ান এই শিক্ষক
সময় ,অসময়ে
হাতে ঝাঁটা তুলে নিতে দ্বিধাবোধ করেন না তিনি
তার কাছে বিদ্যালয়ই এক পরিবার
পরিবারের কাজ করতে লজ্জা কিসের
এ যুগে এমন শিক্ষক দেখলে অবাক হবেন আপনিও

শিক্ষক নিয়োগে দুর্নীতির চিত্র সামনে আসার পর গোটা শিক্ষা ব্যবস্থার ওপর কাদা ছিটেছে। প্রশ্ন উঠেছে শিক্ষার পরিকাঠামের উপর। প্রশ্ন উঠেছে যারা শিক্ষাদান করছে ,তারা আদৌ শিক্ষক হওয়ার যোগ্য কিনা! এত কিছুর মাঝে যখন শিক্ষায় ও রাজনীতি ,ঠিক তখনই এক অদ্ভুত চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায়। উত্তর চব্বিশ পরগনার চৌবেরিয়া দীনবন্ধু বিদ্যালয়েয়ে রয়েছে এমন এক শিক্ষক যার কাণ্ডকারখানা আপনাকে অবাক তো করবেই বরঞ্চ ভাবতে বাধ্য করবে এমন শিক্ষকও হয় ।

এ বিদ্যালয় এর ভূগোলের সহকারি শিক্ষক জয়দেব সরকার ,বিদ্যালয়ের শিশুদের কাছে জয়দেব স্যার। বিদ্যালয় বাকি শিক্ষকদের তুলনায় তিনি ব্যতিক্রমী । তার কারণও আছে যথেষ্ট। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পঠন পাঠনের পাশাপাশি। তার দায়িত্ব শৌচালয় পরিস্কার থেকে শুরু করে বাগান পরিষ্কার । অবাক হচ্ছেন? তবে এমনটাই যে সত্যি .।দীর্ঘদিন ধরেই তিনি করে আসছেন এমন কাজ।
ByteByte2;00-2;48 sir
জয়দেব বাবু বলেন তার দুটি পরিবার। এই বিদ্যালয়কে সে ভালোবেসেছে পরিবারের মতো। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তার সন্তান সমতুল্য । তাই তাদের কাজ করা জয়দেব বাবুর কাছে পরিবারের কাজ করার প্রমাণ। যেমন তিনি পারেন তাদের আদর্শ শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ গড়ে তোলার পথে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যেতে । ঠিক তেমনি ঝাঁটা হাতে তাদের শিক্ষা দিতে পারেন সামাজিক। আর তাদের প্রিয় জয়দেব স্যারের এই শিক্ষা মাথা পেতেও নিয়েছে স্কুলের বাচ্চারা।
Byte0;10-0;26 — chatri tip
তারাও পড়া শেষ করে হাত লাগায় জয়দেব স্যারের সঙ্গে। একটি কর্মঠ হাত এবং একাধিক ছোট হাত, প্রতিনিয়ত চালিয়ে যায় সমাজ পরিবর্তনের কাজ।
0;1:45-2:23— holud jsma sir

জয়দেব বাবুর মতন এমন শিক্ষক সত্যিই আজকাল নজিরবিহীন । তার শিক্ষা, তার মনন সত্যি দরকার এই সমাজের জয়দেব বাবুরে চেষ্টাকে কুর্নিশ জানায় বাংলা হান্ট.

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *