টাকার বিনিময় টিকিট বিক্রি
লক্ষ লক্ষ টাকা নিয়ে টিকিট বিক্রি করেছে সিপিএম
টিকিট বিক্রি করেছে দলের হাইকমান্ডরাই
যোগ্যদের বদলে অযোগ্যদের কে দেয়া হচ্ছে পঞ্চায়েত ভোটের টিকিট
দলের বিরুদ্ধে ক্ষেপে গেল সিপিএম
প্রার্থী নিয়ে দলের অভ্যন্তরে কোন্দল
হাই কমান্ডের ছবি জ্বালিয়ে বিক্ষোভ সিপিএম সমর্থকদের
0;00-15 neel ghomra
0;10-0;26 brown ghomta
টিকিট নিয়ে কোন্দল দলের অভ্যন্তরে। টিকিট মিলছে তাদেরই যারা দিচ্ছে টাকা। লক্ষ লক্ষ টাকার বদলে হাত বদলাচ্ছে টিকিট ।যোগ্যপ্রার্থীকে প্রার্থী করা হবে বলেও শেষ মুহূর্তে নাম বাতিল, টাকা খেয়েছে দলের প্রধানরা। গুরুতর অভিযোগ সিপিআইএমের। অযোগ্য প্রার্থীর হয়ে কেউ ভোট চাইতে আসলে গাছে বেঁধে মারবার হুমকি, রাস্তা জুড়ে বিক্ষোভ ,টায়ার এবং হাই কমান্ডের ছবি পুড়িয়ে দলের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ সিপিএম সমর্থকদের।
বিক্ষোভকারীরা জানান,দলের হাইকমান্ডদের নির্দেশে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ৯ নং পঞ্চায়েত সমিতির জোট প্রার্থী সিপিআইএম এর পক্ষ থেকে ব্লকে মনোনয়নপত্র জমা করেছিলেন সুরভি খাতুন।এমনকি ভোট প্রচারে নেমেও পড়েছিলেন তিনি।এর পরেই দল সিদ্ধান্ত বদলে ফেলে।তাকে আর টিকিট দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন রশিদাবাদ অঞ্চলের সিপিআইএম এর কনভেনার আব্দুল মান্নান।
Byte0;00-0:30 —– chacha
তাদের দাবি যোগ্য প্রার্থীর নাম কাটিয়ে অযোগ্য প্রার্থীর নাম দেয়া হয়েছে লক্ষাধিক টাকা লোভে টাকার বদলেই পাল্টে দেয়া হয়েছে প্রার্থীর নাম।এর পিছনে শাসকদলের ও হাত আছে।
Chele —0;20+0;39 ——- holde jama
অন্যদিকে রশিদাবাদ অঞ্চলের সিপিআইএম এর কনভেনার আব্দুল মান্নান জানান,যারা বিক্ষোভ দেখিয়েছেন তারা দলের কেউ না।টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগ একেবারে ভিত্তিহীন।
Byte0;00-0;45 —neel jsma
এছাড়াও সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদোস জানান,যারা বিক্ষোভ দেখিয়েছেন তারা দলের কেউ না,দল তাদেরকে চেনেন না। ভোটের আগে দলের ভাবমূর্তি নষ্ট করতে এমন কাজ করা হচ্ছে।
Leave a Reply