বর্ষার শুরুতেই ঘটল বড়সড় দুর্ঘটনা
নদীতে নামতেই প্রাণ গেল যুবকের
মাছ ধরতে গিয়ে বড়সড়ো বিপত্তি
স্থানীয়রা সত্তর উদ্ধার করলেও শেষ রক্ষা হলো না
জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল সাত বছরের শিশুর
বর্ষার শুরুতেই ঘটলো দুর্ঘটনা।মাছ ধরে গিয়ে বিপত্তি। জানা যায় কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের উজ্জল পুকুরী গ্রাম পঞ্চায়েতে বাসিন্দা বছর সাতের চিত্তরঞ্জন বর্মন। এদিন বর্ষার প্রথম বৃষ্টির পরই তিন বন্ধু মিলে মাছ ধরতে যায় তারা। তখনই ঘটে বিপত্তি । মাছ ধরতে গিয়ে জলে পড়ে যায় চিত্তরঞ্জন। এরপরই স্থানীয় কিছু মানুষ তা দেখতে পেয়ে চিৎকার শুরু করে।
0;00-0;41 ——-0;47
যত দ্রুত সম্ভব উদ্ধার করা হয় বছর সাতের চিত্তরঞ্জন কে। তবে ততক্ষণ এ দেরি হয়ে গেছে অনেকটাই । নদী থেকে তুলেই তাকে নিকটবর্তী জামালদহ প্রাথমিক হাসপাতালে নিয়ে যায় গ্রামবাসী।
Byte0;00-0;14 komola
সেখানে নিয়ে যাওয়ার পরেই তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক । প্রাণবন্ত এক তরতাজা প্রাণের মৃত্যুতে ইতিমধ্যে শোকোস্তব্ধ হয়েছে গোটা এলাকা । বর্তমানে দুঃখের বাতাস বইছে গোটা অঞ্চলে।
Leave a Reply