বিজেপির টিকিটে জিতে তৃনমূলে যোগ দান
কেষ্টগড়ে নজিরবিহীন দল বদলি
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল এই বিজেপি প্রার্থী
পঞ্চায়েত প্রধান হচ্ছি জানতে পেরেই বিজেপিকে ল্যাঙ
রাতারাতি সুর বদল
মমতার উন্নয়নে অংশ নিতে চাই বলতে গিয়ে
মুখ ফোসকে বিজেপির জয়গান
বিপাকে দলবদলু মা ছেলে।
পঞ্চায়েত ভোটের (Panchayat Election) দামামা বাজতেই চারদিকে দলবদল থেকে শুরু করে সন্ত্রাস সবকিছুই সামনে আসছে। এসবের মধ্যেই কেষ্ট গড়ে মঙ্গলবার দেখা গেল ব্যতিক্রমী এক ঘটনা। যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করতে দেখা গেল এক বিজেপি প্রার্থীকে। তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেও তাকে ঘন্টাখানেক ধরে রাখতে পারল না বিজেপি।
দুবরাজপুর ব্লকের পদুমা গ্রাম পঞ্চায়েত এলাকার ১৭ নম্বর পঞ্চায়েত সমিতির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেন বিজেপি প্রার্থী লক্ষ্মী মুর্মু। ওই আসনে মনোনয়নপত্র জমা দেওয়া তৃণমূল প্রার্থীর মনোনয়নপত্রে ভুল থাকার কারণে বাতিল হয়। এদিকে তৃণমূলের মনোনয়নপত্র বাতিল হওয়ার পর দেখা যায় সিপিআইএম প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তৃণমূলের মনোনয়নপত্র বাতিল আর সিপিআইএমের মনোনয়নপত্র প্রত্যাহারের ফলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যান লক্ষ্মী মূর্মু।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের পর কেন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন এই প্রশ্ন করা হলে লক্ষ্মী মূর্মু উত্তর দেওয়ার আগেই তার ছেলে কার্তিক মুর্মু উত্তর দিতে গিয়ে বিপত্তি বাঁধান। অতি উৎসাহে উত্তর দিতে গিয়ে তিনি মুখ ফসকে বলে দেন, ‘বিজেপির উন্নয়ন’। যদিও মুহূর্তের মধ্যে নিজের ভুল সামলে তিনি জানান,
অন্যদিকে লক্ষ্মী মূর্মু জানিয়েছেন,
তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা অভিযোগ করেছেন,
তবে এই সকল বিষয়ে মানতে নারাজ দুবরাজপুর ব্লকের তৃণমূল নেতৃত্ব। দুবরাজপুর ব্লকের তৃণমূল নেতা স্বপন মন্ডল জানিয়েছেন,
0:57-2;00
Leave a Reply