Ja ja

একই বাড়ির দুই যা

তাদের সম্পর্ক হার মানাবে সিরিয়াল কেও

রান্নাবান্না, ঘর সংসার ,ছেড়ে এখন তারা প্রতিদ্বন্দ্বী

পঞ্চায়েত প্রধানের দৌড়ে একই পরিবারে দুই সদস্য

তবে একজন তৃণমূলে তো অন্যজন বিজেপিতে

রান্না ঘরে এখন আলু পটল ছাড়াও

চর্চার বিষয় পঞ্চায়েত ভোট

যৌথ পরিবার তাদের ।

কে দেবে কাকে ভোট?

কোন বৌমা কে বেশি পছন্দ পরিবার ?

বৌমা না দলের রং দেখে ভোট দেবে পরিবার !

 

 

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা হওয়ার পরই দেখা গেল অদ্ভুত এক চিত্র , একাধিক ব্লকে একই পরিবার থেকে দুজন সদস্য দাঁড়িয়েছে ভিন্ন ভিন্ন দলের পক্ষ থেকে । কখনো ভাই ভাই কখনো স্বামী-স্ত্রী ,আবার কখনো দুই ভাইয়ের দুই স্ত্রী। রাজনীতি যে শুধুমাত্র রাস্তায় সীমাবদ্ধ তা নয়। তাই পঞ্চায়েত নির্বাচন যেন বলে দিচ্ছে রাজনীতির রং আদতেই ঢুকে গিয়েছে বাড়িতে বাড়িতে , তার প্রমাণ একই পরিবারের ২ সদস্যর প্রতিদ্বন্দ্বিতা।

ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েত এলাকায় ২১৫ নম্বর বুথে গ্রাম পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করছেন একই পরিবারের দু জা। একজন প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির হয়ে, অন্যজন প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের হয়ে। । দুজনে গৃহবধূ, দুজনেই এই প্রথমবার রাজনীতির ময়দানে।

Byte

 

 

 

প্রসঙ্গত ঈশ্বর মুরারী মোহন পালের 6 ছেলে । একই পরিবারের মোট ভোট রয়েছে 15 টি। যদিও প্রত্যেকে পৃথক, তবে এই পরিবারের সবার সঙ্গে সম্পর্ক ভালো রয়েছে।

Byte;0;20-0;36

তবে প্রশ্ন হল সাধারণ মানুষ প্রতীক চিহ্ন দেখে ভোট দিলেও বাড়ির লোকেরা কাকে হারিয়ে কাকে ভোট দেবেন!

Byte0;11-0;52

।পরিবারের বড় ভাই কৃষ্ণপ্রসাদ পাল জানিয়েছেন আমাদের চোখে দুই ভাই কিংবা দুই বৌমা সমান।আমরা সবার সাফল্য কামনা করি। পরিবারের ভোট আমরা ভাগ করে দুইজনকেই দেওয়ার চেষ্টা করব কিন্তু এখন দেখার রাজনীতির ময়দানে কোন জা জয়লাভ করে। জনগণ কাকে আশীর্বাদ করে এটাই এখন দেখার।

অন্যদিকে এই ভোটের ফলাফলের প্রভাব পড়বে না তাদের সম্পর্কে এই নিয়ে যেন নিশ্চিত তারা।

0;20-0;32 lal saree-0;36


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *