বাম কর্মী নিয়ে টানাটানি।
প্রার্থী নিজেই চায় না প্রার্থী হতে
মনোনয়নপত্র প্রত্যাহার করতে দেবে না দলের কর্মীরা
মনোনয়নপত্র প্রত্যাহার করতে গিয়ে বাম প্রার্থীকে নিয়ে টানাটানি পুলিশ এবং বাম কর্মীদের
পুলিশ চায় মনোনয়নপত্র তুলে নিক প্রার্থী
বাম চায় থাকুক এই প্রার্থী
পুলিশ এবং বাম প্রার্থীদের মধ্যে খন্ড যুদ্ধ
মনোনয়ন নিয়ে সরগরম পশ্চিম মেদিনীপুর
আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব ইতিমধ্যেই শেষ। এর পরেই প্রচার তার আগে নিজেদের নাম কাটানোর শেষ সুযোগ।সেই মর্মেই পশ্চিম মেদিনীপুরের দাসপুর এক নম্বর ব্লকের নারাজোল গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর বুথের পঞ্চায়েত ভোটে বাম প্রার্থী সুষমা শাও মনোনয়নপত্র ক্যান্সেল করতে গিয়েছিলেন । ঠিক সেই পথেই বাধা হয়ে দাঁড়ায় সিপিএম কর্মীরা তাদের দাবি প্রার্থী মনোনয়নপত্র বাতিল করতে যাচ্ছে তার নিজের ইচ্ছায় নয় তৃণমূল কংগ্রেস তাকে জোর করে মনোনয়নপত্র বাতিল করাচ্ছে।
Byte
অন্যদিকে সুষমা দেবীর সাথে কথা বলে জানা যায় এদিন তিনি নিজে থেকেই মনোনয়নপত্র বাতিল করতে আসছিলেন, যদিও কারো ইন্ধনের কথা উল্লেখ করেননি তিনি ।
Byte;0015-0;27
অন্যদিকে সিপিএম কর্মীরা সুষমা দেবি কে বাধা দিলে পাশে দাঁড়ায় পুলিশ প্রশাসন । তারাই বিডিও অফিসের ভেতরে সাহায্য করে সুষমা দেবীকে। পুলিশ ওই প্রার্থীকে অফিসের ভিতরে, নিয়ে যাওয়ার চেষ্টা করলে তারপরেই শুরু হয়ে যায় পুলিশের সাথে বাম কর্মীদের খন্ড যুদ্ধ।
Byte
পুলিশের বক্তব্য ওই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করবে নাকি বহাল রাখবে সেই সিদ্ধান্ত ওনাকেই নিতে হবে।সুষমা দেবীর ওপর ছাড়া উচিত পুরো বিষয়। বিডিও অফিসের বাইরে দাঁড়িয়ে কোন সুরাহা হবে না। পুলিশ আইন মোতাবেক কাজ করছে কিন্তু অনৈতিকভাবে চড়াও হচ্ছে বামū কর্মীরা।
Byte
Leave a Reply