সামনে এলো এসএসসি এমটিএসের ফাইনাল নোটিশ, সামনে পরীক্ষায় পাস করার গোপন মন্ত্র

এবার মাধ্যমিক পাশেই মিলবে সরকারি চাকরি! বিপুল শূন্যপদে হবে নিয়োগ, এইভাবে নিন প্রস্তুতি

একসাথে হাজারের বেশি সরকারি
পদে শুরু হল নিয়োগ

লাগবে না গ্র্যাজুয়েট,মাস্টার্স
ক্লাস টেন টপকালেই
হয়ে যাবেন সরকারি অফিসার

MTS পদ নিয়ে বড়সড় আপডেট
সামনে আনল SSC

বাংলাতেও দিতে পারবেন
এই পরীক্ষা

মনের মত বাছতে পারবেন
পরীক্ষার সেন্টার

কবে থেকে নিয়োগ
কীভাবে করবেন আবেদন?

কীভাবে প্রস্তুতি নিলে
চাকরি আসবে হাতের মুঠোয়?

অপেক্ষার দিন শেষ! অবশেষে সামনে এলো এসএসসি এমটিএসের চূড়ান্ত বিজ্ঞপ্তি। নিঃসন্দেহে এটি রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর হতে চলেছে। অনেকেই এসএসসি এমটিএসের চূড়ান্ত বিজ্ঞপ্তির অপেক্ষায় প্রহর গুনেছে। পরীক্ষার্থীদের মনে বিস্তর কৌতূহল, কীভাবে হবে পরীক্ষা, কি কি পড়ে যেতে হবে। প্রশ্ন সহজ হবে নাকি কঠিন! তাদের সমস্ত কৌতূহল দূর হবে নতুন বিজ্ঞপ্তিতে।

চলতি বছর SSC MTS এর নিয়োগ সংখ্যা কত?

এই বছর মোট ১৫৫৮টি শূন্যপদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ
 
প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিশেষ দ্রষ্টব্য, আবেদনপত্র প্রাপ্তির শেষ তারিখের আগে কোনো প্রার্থী কোয়ালিফাইং পরীক্ষায় উত্তীর্ণ না হলে, তাকে আবেদন করার অনুমতি দেওয়া হবে না।

বয়সসীমাঃ

প্রার্থীর বয়স ১৮-২৫ বছর হতে হবে। প্রার্থীর কাট-অফ তারিখ অনুযায়ী 18-27 বছর হতে হবে

SSC MTS নিয়োগ যোগ্যতাঃ
 
প্রার্থীকে ভারতীয় হতে হবে।

আবেদন ফীঃ
SSC MTS ২০২৩ এর জন্য আবেদনের ফি হল ১০০ টাকা। মেয়েদের জন্য সম্পূর্ণ ফ্রি।

পরীক্ষার সিলেবাসঃ

সমস্ত বিষয়ের উপর প্রশ্ন থাকবে। অঙ্কের উপর জোর দিতে হবে। জানিয়ে রাখি এবার থেকে এই পরীক্ষায় নিজের মনের মত করে সেন্টার বেছে নিতে পারবেন।

কীভাবে আবেদন করবেনঃ

 
প্রার্থীদের SSC মাল্টি টাস্কিং স্টাফ ২০২৩-এর জন্য The Staff Selection Commission লিঙ্কে যান।

এরপর SSC MTS অনলাইন রেজিস্ট্রেশনে ক্লিক করুন এবং আপনার বিবরণ পূরণ করুন।

এরপর আপনি একটি অনলাইন আবেদন রেজিস্ট্রেশন নম্বর এবং একটি পাসওয়ার্ড পাবেন।

রেজিস্ট্রেশন নম্বর এবং একটি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।

আপনার ব্যক্তিগত বিবরণ, শিক্ষাগত যোগ্যতা লিখুন।

প্রয়োজনীয় JPG/JPEG মাত্রায় আপনার ছবি এবং স্বাক্ষর আপলোড করুন।

অবশেষে, প্রযোজ্য হলে আবেদন ফি প্রদান করুন।

আবেদনের সময়সীমা শুরু ৩০ই জুন থেকে ২১শে এপ্রিল। আগে অনেকেই ইংরেজির ভয়ে এই পরীক্ষা দিত না। তাদের জন্য সুখবর, এবার বাংলা ভাষাতেও দিতে পারবেন পরীক্ষা। একদম সহজ সরলভাবে মাতৃভাষায় এই পরীক্ষায় বসতে পারবেন। আচ্ছা এই পরীক্ষাটি তো হাজার ছেলেমেয়ের স্বপ্ন। অগণিত পরীক্ষার্থী এই পরীক্ষায় বসবে। কিন্তু সবাই কি উত্তীর্ণ হতে পারবে। এত বড় প্রতিযোগিতায় সবাই তো জিতবে না। কিন্তু আপনি কি চান, উত্তীর্ণদর মধ্যে আপনারও নাম থাকুক। তাহলে যুক্ত হয়ে যান, Adda two four seven Bengali-র সাথে। কারণ একমাত্র Adda two four seven Bengali আপনাকে এই পরীক্ষায় পাস হওয়ার গোপন সূত্র বলে দেবে। খুব সহজেই এই পরীক্ষার প্রস্তুতি শুরু করতে পারেন এই সংস্থাটির হাত ধরে। ইতিমধ্যেই সেখানে এই পরীক্ষার সংক্রান্ত ব্যাচ শুরু হয়ে গিয়েছে।

( Adda two four seven Bengali এই কথাটা যে যে লাইনে আছে হাইলাইট করে লেখায় দেখিও )

পাশাপাশি পরীক্ষার্থীদের সুবিধার জন্য সেখানে করানো হবে ২০০ ঘণ্টারও বেশি লাইভ ক্লাস। যেই ক্লাসগুলি এক বছর ধরে আপনি রেকর্ডেড অবস্থায় দেখতে পাবেন। এছাড়াও ক্লাসে দেওয়া হবে “Hand Written Notes” সহ ই-বুক। পাশাপাশি নেওয়া হবে ৩০-টিরও বেশি মক টেস্ট। সর্বোপরি শিক্ষকদের সাথে সংযুক্ত থাকার জন্য থাকবে কমিউনিটির ব্যবস্থাও। আর এই সমস্ত দুর্দান্ত সুযোগগুলি মিলবে একদম স্বল্প খরচেই। *তাই, আর দেরি না করে ইচ্ছুক প্রার্থীরা তাঁদের এই প্রস্তুতি শুরু করে দিতে পারেন আড্ডা টু ফোর সেভেন Bengali-র হাত ধরে।”


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *