বাংলা লিখতে-পড়তে জানলেই খুলে যাবে কপাল! পাবেন মোটা মাইনের সরকারি চাকরি,বেরিয়ে গেছে বিজ্ঞপ্তি, কীভাবে করবেন আবেদন?

বাংলা লিখতে-পড়তে জানলেই খুলে যাবে কপাল! পাবেন মোটা মাইনের চাকরি, কীভাবে করবেন আবেদন?

বাংলায় লিখতে-পড়তে জানলেই
চাকরির সুবর্ণ সুযোগ!

মিলবে মোটা অংকের বেতন!
এক ধাক্কায় ৯০০-র বেশি শূন্যপদ

দিতে হবে না কঠিন পরীক্ষা
৩০০ টাকারও কম খরচে দূর হবে
বেকারত্বের যন্ত্রণা

কীভাবে করবেন আবেদন?
কারা দিচ্ছে এই চাকরি?

রাজ্য জুড়ে চাকরির আকাল। অনেকেই ভালো পড়াশুনো করেও চাকরি জোটাতে পারছে না। ফলে পাড়ি দিচ্ছে রাজ্যের বাইরে। এবার চাকরি প্রার্থীদের জন্য চলে এলো বড়সড় সুখবর। যা শুনেই আনন্দে লাফাবেন চাকরি সন্ধানীরা। আর এই সুবর্ণ সুযোগটি নিয়ে এলো ভারতীয় কো-অপারেটিভ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। শুরু হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। খুব সহজভাবে আবেদন করতে পারবেন এই চাকরিতে। ভালো বেতনের চাকরি, একবার পেয়ে গেলেই খুলে যাবে কপাল ।

কতগুলো শূন্যপদ রয়েছে?

মোট শূন্যপদ রয়েছে ৯৪৯টি। সাধারণ বিভাগের প্রার্থীদের জন্য থাকছে ৪৪৯টি, বাকি শূন্যপদ থাকছে সংরক্ষিতদের জন্য।

বেতনঃ

ভালো মাইনে দেওয়া হবে বলেই জানা যাচ্ছে। বিজ্ঞপ্তি জানানো হয়েছে, সংস্থাটির তরফে পশ্চিমবঙ্গের জন্য ফসল বিমা অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে ২১ হাজার টাকা। বেতন ছাড়াও দেওয়া হবে ভাতা। এছাড়াও থাকছে বিস্তর সুযোগ সুবিধা।

প্রার্থীর বয়সঃ

আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছর। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য থাকছে বয়সের ছাড়।

শিক্ষাগত যোগ্যতাঃ

যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। সেই সাথেই বাংলা ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে।

আবেদন প্রক্রিয়া এবং আবেদন ফিঃ

প্রার্থীকে প্রথমে ভারতীয় কো-অপারেটিভ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ওয়েবসাইট www.bharatinsurance.org
এ যেতে হবে। এরপর, ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ যান, গেলেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে আবেদন ফি ২৫০ টাকা।

আবেদনের শেষ তারিখঃ

প্রার্থীকে ১৫ জুলাইয়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এরপর আর জমা নেওয়া হবে না।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *