জানেন কত টাকার মালিক বিধায়ক শওকত মোল্লা? চাষের জমি থেকে সোনা-দানা, সম্পত্তির বহর দেখলে ভিমরি খাবেন
জানেন কত টাকার মালিক
তৃণমূল নেতা শওকত মোল্লা?
কোটি কোটি টাকার সম্পত্তি!
লাখ টাকার ৪ চাকা গাড়ি!
আকাশছোঁয়া প্রতিপত্তি!
গণ্ডায় গণ্ডায় চাষের জমি!
অগাদ সোনা-দানা!
স্ত্রী-র নামেও বিস্তর টাকা পয়সা!
বেরিয়ে এলো
চাঞ্চল্যকর তথ্য
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এর বেতাজ বাদশা কে বলুন তো! তিনি আর কেউ নন, শওকত মোল্লা। যার কথা ওঠে আর বসে ক্যানিংবাসী। বলা চলে শওকত মোল্লার ইশারায় বাঘে গরুতে এক ঘাটে জল খায়। তৃণমূলের অন্যতম দাপুটে নেতা হিসেবে বেশ নাম ডাক রয়েছে শওকত মোল্লার। রাজ্যের পঞ্চায়েত ভোটের মনোনয়ন পত্র জমা দেওয়া দিন থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই দুঁদে নেতা। শওকত মোল্লার হাত ধরেই ক্যানিং এ শক্ত ঘাঁটি বাঁধে টিএমসি। একসময় সিপিএম করতেন শওকত। পরবর্তী দল বদলে চলে আসেন ঘাসফুলে। ২০১৬ সালে প্রথম তৃণমূল কংগ্রেসে যোগদান করেন শওকত মোল্লা। এরপর আর পিছনে থাকাতে হয়নি। রকেট গতিতে উঠেছে শওকত মোল্লার ক্যারিয়ার। বিধায়ক হতে না হতেই, দু বছরের মধ্যেই পেয়ে যান জেলা যুব তৃণমূলের সভাপতির। এরপরেই ফুলে ওঠে শওকত মোল্লার সম্পত্তির পরিমাণ। আমজনতার প্রশ্ন, মোট কত টাকার সম্পত্তি রয়েছে শওকত মোল্লার কাছে। সেই উত্তর বেরিয়ে এসেছে, শওকত মোল্লার জমা দেওয়া মনোনয়ন পত্র থেকে।
টাকার পরিমাণ-
২০১৯ থেকে ২০২০ সালে শওকত মোল্লার আয়ের হিসেব, ১৬ লক্ষ ১৬ হাজার ৮৮৪ টাকা। তিনি একা নন, মোটা অঙ্কের আয় আসে তার স্ত্রীর হাতেও। শওকত মোল্লার স্ত্রী সায়ের বানু মোল্লার আয়ের হিসেব ১১ লক্ষ ৮ হাজার ৯৯০ টাকা। সেই বছর মনোনয়ন জমা দেওয়ার সময় শওকত মোল্লার হাতে নগদ ছিল ৩৫ হাজার ৬৮০ টাকা, স্ত্রীর হাতে ছিল ৪১ হাজার ৩০০ টাকা। শওকত এর স্ত্রীর নামে রয়েছে তিনটি মোটা অঙ্কের এলআইসি পলিসি। সেখানে জমা পড়ে প্রায় সাড়ে ১২ লক্ষ টাকা ৷ শওকত মোল্লার নামে রয়েছে একটি স্করপিও গাড়ি। যার দাম ১৫ লক্ষ টাকা। নিজের নামে রয়েছে ৬ লক্ষ ২৫ হাজার টাকার গয়না, স্ত্রীর নামে আছে একগুচ্ছ গয়না। বাজারমূল্য ৪৩ লক্ষ ৩ হাজার টাকা।
ব্যাঙ্ক অ্যাকাউন্টের হিসেব-
শওকত মোল্লার ৯টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। সবগুলোতে মোট টাকার পরিমাণ ১ কোটি ১৫ লক্ষ টাকা ৷ তার স্ত্রীর ৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা আছে প্রায় ১৪ লক্ষ টাকা৷ শওকত মোল্লার নামে একাধিক জীবন বিমা পরিসিও আছে। মোট ৫টি জীবন বিমার পলিসি রয়েছে। সেখানে জমা আছে প্রায় ১৮ লক্ষ টাকা।
জমি-জমার হিসেব-
অঢেল সম্পত্তির সাথে সাথে প্রচুত জমি জমারও মালিক শওকত মোল্লা। তিনি ১০ একর চাষের জমির মালিক। বর্তমান বাজারমূল্য, ৫১ লক্ষ ৫ হাজার টাকা। স্ত্রীর নামেও আছে ৬ একর জমি, যার বাজার মূল্য, ১৫ লক্ষ ৯০ হাজার টাকা। শওকত মোল্লার বর্তমান বাড়িটির দাম ৩৬ লক্ষ টাকা।
স্থাবর- অস্থাবর সম্পত্তি –
১) শওকত মোল্লার অস্থাবর সম্পত্তির পরিমাণ, ১ কোটি ৬০ লক্ষ ৫৩ হাজার ২৯২ টাকা।
২) তার স্ত্রীর অস্থাবর সম্পত্তির মোট পরিমাণ ৪৩ লক্ষ ৩ হাজার ৮৯৬ টাকা। উভয়ের মোট সম্পত্তির পরিমাণ, ২ কোটি ৩ লক্ষ ৫৭ হাজার ১৮৮ টাকা।
৩) শওকত মোল্লার মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ৮৭ লক্ষ ৫ হাজার টাকা। শওকত পত্নীর মোট স্থাবর সম্পত্তি ১৫ লক্ষ ৯০ হাজার টাকা। দুজনের মোট স্থাবর সম্পত্তির পরিমাণ যোগ করলে দাড়ায়, ১ কোটি ২ লক্ষ ৯৫ হাজার টাকা। অর্থাৎ, স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট সম্পত্তির পরিমাণ দাঁড়াচ্ছে, ৩ কোটি ৬ লক্ষ ৫২ হাজার ১৮৮ টাকা ৷ মোট ৩ কোটিরও বেশি সম্পত্তির মালিক শওকত মোল্লা। বাজারে তার দেনা রয়েছে, ৪৮ লক্ষ ৪০ হাজার টাকা। তার বিরুদ্ধে কোনরকম ফৌজদারি মামলা নেই বলে জানা গিয়েছে। তবে তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে সেভাবে কিছুই জানা যায়নি।
Leave a Reply